নুরুল ইসলাম :
ঢালিউড ও টলিউডের জনপ্রিয় সুপারস্টার শাকিব খান। ইতোমধ্যেই সফলতার সাথে বাংলা চলচ্চিত্রে শাকিব খানের দীর্ঘ ২২ বছর পার হয়েছে। গত এক যুগেরও বেশি সময় ধরে ঢালিউডে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন কিং খান খ্যাত এই অভিনেতা। ওপার বাংলা তথা টলিউডেও পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা।
১৯৯৯ সালের ২৮ মে রূপালি পর্দায় পা রেখেছিলেন শাকিব খান। আজকের এই দিনে মুক্তি পেয়েছিলো তার অভিনীত প্রথম সিনেমা ‘অনন্ত ভালোবাসা’। এটি পরিচালনা করেছিলেন সোহানুর রহমান সোহান। তবে তার চুক্তিবদ্ধ প্রথম সিনেমা আফতাব খান টুলু পরিচালিত ‘সবাইতো সুখী হতে চায়’। এই চলচ্চিত্রের মাধ্যমে প্রথমে ক্যামেরার সামনে দাঁড়ালেও ‘অনন্ত ভালোবাসা’ সিনেমাটি আগে মুক্তি পায়। ‘অনন্ত ভালোবাসা’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর ছোট বোন ইরিন জামান। এটি ছিলো দুজনেরই মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র।
বাংলা চলচ্চিত্রে নিজের ২২ বছর উপলক্ষে তার ভেরিফাইড ফেইসবুক পেইজে কৃতজ্ঞতা জানিয়ে শাকিব খান লিখেন, ‘যখন চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করি তখন আমি অপরিপক্ক কিন্তু দূরদর্শী ছিলাম। জানতাম না কোথায় যাচ্ছি বা কি করব! শুধু এটুকু জানতাম, আমাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং কোনো সময় হাল ছেড়ে দেয়া যাবে না। আজ যখন ফিরে তাকাই, তখন আমি সকল মানুষ এবং অভিজ্ঞতার কাছে কৃতজ্ঞ।’
পরিচালক, প্রযোজক, ভক্তসহ সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেন, ‘আমার প্রথম চলচ্চিত্র ‘অনন্ত ভ্যালোবাসা’র পরিচালক এবং প্রযোজকের কাছে কৃতজ্ঞ, যারা আমাকে সুযোগ দিয়েছিলেন। এরপর আমার সকল পরিচালক, প্রযোজক, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ দিচ্ছি যাদের জন্য আজকের আমি তৈরি হয়েছি।’
১৯৯৯ সালে অভিনয় জীবন শুরু করলেও চুড়ান্ত সফলতা আসে ২০০৬ সালে এফআই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্রের মাধ্যমে। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন অপু বিশ্বাস। এরপর শাকিব-অপু জুটি প্রায় সত্তরের অধিক সিনেমায় অভিনয় করেছেন, যার অধিকাংশই পেয়েছে দর্শকপ্রিয়তা।
শাকিব খানের আরও খবর
⇒ পুরোদমে চলছে শাকিব-বুবলীর ‘লিডার, আমিই বাংলাদেশ’র শুটিং
⇒ ১০০ নয়, একটি ভালো সিনেমাই ইন্ড্রাস্ট্রি বদলে দিতে যথেষ্ট : শাকিব খান
২০০৮ সালে তৎকালীন জনপ্রিয় নায়ক মান্নার মৃত্যুর পর থেকে অধ্যবধি ঢালিউডে একক রাজত্ব করে যাচ্ছেন তিনি। ইতোমধ্যে প্রায় দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এই ঢালিউড সুপারস্টার।
শুধু ঢালিউডে নিজেকে সীমাবদ্ধ রাখেন নি শাকিব। দুইটি যৌথ প্রযোজনাসহ মোট পাঁচটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সেখানে সবগুলো সিনেমায়ই পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা।
অভিনয়ের পাশাপাশি বেশ কিছু চলচ্চিত্র প্রযোজনা করেছেন তিনি। যার মধ্যে তিনটি সিনেমা ইতোমধ্যে মুক্তি পেয়েছে। নির্মাণাধীন রয়েছে আরও বেশ কিছু সিনেমা। প্লেব্যাক সিঙ্গার হিসেবে দু’টি সিনেমার গানে কণ্ঠও দিয়েছেন শাকিব খান।
অভিনয়ের স্বীকৃতি হিসেবে অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন জনপ্রিয় এই অভিনেতা। চারবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আটবার মেরিল-প্রথম আলো পুরস্কার, তিনবার বাচসাস পুরস্কার, চারবার সিজেএফবি পারফরম্যান্স পুরস্কারসহ আরও বেশ কিছু সম্মাননা পেয়েছেন তিনি।