ব্যাচেলর পয়েন্টের ৪ পান্ডবকে নিয়ে আসছে অমির ‘ঠান্ডা’
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক:
কাজল আরেফিন অমি নির্মিত বহুল আলোচিত টিভি সিরিজ ব্যাচেলর পয়েন্ট এর ৪ পান্ডব অর্থাৎ চারজন মূল অভিনেতাকে নিয়ে এবার নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘ঠান্ডা’। অমির পরিচালনায় এ ফিল্মে দেখা যাবে সেই আলোচিত চাষী আলম, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল ও মিশু সাব্বিরকে।
ঢাকায় বসবাসরত চার ব্যাচেলরকে নিয়ে নির্মাণ করা হয়েছে এই ফিকশনটি। কমেডি ধাঁচের এ ছবির একটি পোস্টার প্রকাশিত হয়েছে ইতোমধ্যেই। যা সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে।
নির্মাতা কাজল আরেফিন অমি জানান, আধুনিক জীবনধারায় ব্যাচেলর জীবনের হাসি-আনন্দ ফুটে উঠেছে এই ছবিতে। হাস্যরসের মাধ্যমে বাস্তব চিত্র উঠে আসবে।
নির্মাতা জানান, একটি বাড়ির গল্প দিয়ে সাজানো এটি। এই বাড়িতে একেকটা ফ্ল্যাটে একেক ধরনের মানুষ থাকে। যে চরিত্রগুলোর জীবনে খুব গরম। তাই ওরা ঠান্ডা খুঁজতে থাকে। ঠান্ডা খুঁজতে খুঁজতে ওদের আশেপাশে ঘটতে থাকে অনেক অপরাধমূলক ঘটনা। একটা ফিলোসফিক্যাল জায়গা থেকে ছবির গল্পটা শেষ করা হয়েছে।
তবে এটি ব্যাচেলর পয়েন্টের কোনো সিক্যুয়াল নয় বলে জানিয়েছেন অমি। তিনি বলেন, ব্যাচেলর পয়েন্টের সঙ্গে এর কোনো সম্পর্কও নাই। এবারও ভিন্ন ধরনের কিছু করার চেষ্টা করা হয়েছে। দর্শকদের এই কাজটি ভালো লাগবে বলে আশা প্রকাশ করেন অমি।
দক্ষিণ এশিয়ার বৃহত্তম ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভ গ্লোবালে জিফাইভ অরিজিনাল ‘ঠান্ডা’ মুক্তি পাবে। এটি বাংলাদেশের দর্শকরা বিনামূল্যে উপভোগ করতে পারবেন বলে জানান নির্মাতা অমি।
কাজল আরেফিন অমি এর আগে জনপ্রিয় সিরিয়াল সিরিজ ‘ব্যাচেলর পয়েন্টে’ নির্মাণ করে বেশ সাড়া ফেলে। এ সিরিজের চার অভিনেতা চাষী আলম, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল ও মিশু সাব্বির বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন। সেই চার পান্ডবকে নিয়ে ‘ঠান্ডা’ ফিল্মটি একটি দারু কাজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।