আগামী ঈদুল আজহায় শাকিব-বুবলী জুটির ছবি ‘বিদ্রোহী’ ওটিটিতে মুক্তি পাবে। ঢাকাই সিনেমার কিং খান খ্যাত শাকিব খান ও চিত্রনায়িকা বুবলী অভিনীত এই ছবিটি কয়েক বছর আগে সম্পন্ন হয়। করোনার কারণে কয়েক দফা মুক্তির তারিখ পিছিয়ে এবার ওটিটিতে ছবিটি মুক্তি দেওয়া হচ্ছে।
ছবিটির প্রযোজক শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান জানিয়েছেন, আসন্ন পবিত্র ঈদুল আজহায় প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম সিনেবাজ অ্যাপে ছবিটি মুক্তি দেওয়া হচ্ছে। ছবিটি পরিচালনা করেছেন শাহীন সুমন।
ছবিটি মুক্তির ব্যপারে সেলিম খান বলেন, ছবিটি চাইলেও সিনেমা হলে মুক্তি দেওয়া যাচ্ছেনা করোনার কারণে প্রেক্ষাগৃহ বন্ধ থাকার কারণে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে ও দর্শক সমাগম নিশ্চিতের আশঙ্কা থেকে অ্যাপেই চলচ্চিত্র ‘বিদ্রোহী’ মুক্তি দেওয়া হচ্ছে।
পরে পরিস্থিতি অনুকূলে থাকলে ছবিটি হলে মুক্তি দেওয়া হবে বলেও জানান সেলিম খান।
সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল। শাকিব খান’র মূল নায়িকা শবনম বুবলীর পাশাপাশি ছবিটিতে আরেকজন নবাগত নায়িকা সুচিস্মিতা মৃদুলা ছবিটিতে অভিনয় করেছেন।