কালচারাল ইয়ার্ড ডেস্ক :
নানা জটিলতায় সেন্সরে আটকে পড়েছিলো ঢালিউড সুপারস্টার শাকিব খানের চলচ্চিত্র ‘নবাব এলএলবি’। সকল বাঁধা অতিক্রম করে অবশেষে হলে মুক্তির অনুমতি পেলো ছবিটি।
বেশ কিছু সংলাপ ও দৃশ্য সংশোধন করে জমা দেয়ার পর ছাড়পত্র দিয়েছে সেন্সর- এমনটাই জানিয়েছেন বোর্ডের ভাইন্স চেয়ারম্যান জসিম উদ্দীন। তিনি জানান, চলচ্চিত্রটির প্রযোজক আপত্তিকর সংলাপ ও দৃশ্য সংশোধন করে আবার জমা দেন। পুনরায় সিনেমাটি দেখার পর ছবি প্রেক্ষাগৃহে প্রদর্শনের অনুমতি দেয়া হয়েছে।
এ প্রসঙ্গে নির্মাতা অনন্য মামুন বলেন, খবর পেয়েছি ‘নবাব এলএলবি’ সিনেমাটি সেন্সর থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। তবে এখনও সনদ হাতে পাইনি। আশা করছি, রবিবারের মধ্যে পেয়ে যাবো।
মুক্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শিঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে। এছাড়াও আগামী ঈদুল আজহায় একটি বেসরকারি টেলিভিশনে ‘নবাব এলএলবি’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে পারে। সার্বিক বিষয় নিয়ে এখন কথাবার্তা চলছে। চূড়ান্ত হলে বড় করে ঘোষণা দেয়া হবে।
সেলিব্রেটি প্রোডাকশন প্রযোজিত ছবিটির কাহিনী লিখেছেন পাপ্পু রাজ। শাহজাহান সৌরভ লিখেছেন সংলাপ। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও লিখেছেন অনন্য মামুন। সম্পাদনায় দীপংকর দীপন।
শাকিব খান ছাড়া এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি, শহীদুজ্জামান সেলিম, অর্চিতা স্পর্শিয়া, সুমন আনোয়ার, রাশেদ অপু, শায়েদ আলী, সুষমা, তন্ময়, সীমান্ত, শাহীন মৃধা, আনোয়ার প্রমূখ।
গতবছর বিজয় দিবসে ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে সিনেমাটি মুক্তি পেয়েছিলো। মুক্তির পর যেমন আলোচিত হয়, তেমনটি আপত্তিকর সংলাপের কারণে বিতর্কের মুখে পড়ে ছবিটি। চলচ্চিত্রের একটি দৃশ্যে পুলিশকে হেয় করে সংলাপ উপস্থাপন করার অভিযোগে চলচ্চিত্রটির পরিচালক ও এক অভিনেতাকে গ্রেফতার করা হয়। পরে অবশ্য তারা মুক্তি পান।
ভালো খবর