মুক্তি পাচ্ছে প্রযোজক মাহিয়া মাহির ওয়েব ফিল্ম ‘এইডা কপাল’। প্রযোজক হিসেবে এটাই তার প্রথম চলচ্চিত্র। মাহির প্রযোজনা প্রতিষ্ঠান ‘স্করপিয়ন’ প্রযোজিত এই ওয়েব ফিল্মে অভিনয়ও করেছেন জনপ্রিয় এই চিত্রনায়িকা। শুক্রবার (২৫ জুন) রাতে ফিল্মটি দেশীয় ওটিটি প্লাটফর্ম বায়োস্কোপে মুক্তি পাচ্ছে।
সিনেমাটি প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, ‘‘এইডা কপাল’ ফ্লিমটি এক রাতের গল্প। একটি বেপরোয়া মেয়ে ও তার সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে সাজানো হয়েছে গল্পটি। আমরা যখন এর দৃশ্য ধারণের সিদ্ধান্ত নেই, তখন টানা বৃষ্টি ছিলো। কিন্তু কয়েকদিন পর যখন দৃশ্য ধারণ শুরু করি, তখন বৃষ্টি উধাও।’
প্রযোজনা প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রযোজনার বিষয়টি বলতে আমার লজ্জা লাগে। তারপরও প্রযোজনা করেছি। হঠাৎ করে মনে হলো প্রযোজনা করব, করে ফেললাম।’
‘এইডা কপাল’ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন সময়ের আলোচিত চিত্রপরিচালক রায়হান রাফি। মাহি ছাড়াও এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহেদ আলী সুজন, ফরহাদ লিমন, হারুনুর রশীদ, সাইমাসহ আরও অনেকে।
ওয়েব ফিল্মটিতে রয়েছে একটি মৌলিক গান। যার সঙ্গীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। র্যাপস্টা সিএফডি গানটির র্যাপ অংশে কণ্ঠ দিয়েছেন।