কালচারাল ইয়ার্ড ডেস্ক:
ঢালিউডের আলোচিত ও সমালোচিত চিত্রনায়িকা পরীমনিকে মাদক মামলায় আটকের পর আদালত তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এ সময় প্রযোজক নজরুল ইসলাম রাজ, মোঃ আশরাফুল ইসলাম দিপু ও মো. সবুজ আলীর বিরুদ্ধেও ৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
বৃহস্পতিবার (৫ আগষ্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত রিমান্ডের এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ বিষয়ে আরও জানানো হয়, মাদক মামলায় মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পুলিশ পরীমনিসহ চার জনকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন ।
এদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। আদালত উভয়পক্ষের শুনানি শেষে রিমান্ডের আবেদন মঞ্জুর করেন। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জানান, পরীমণির বাসায় সাড়ে ১৮ লিটার মদ পাওয়া গেছে। এগুলোর কোনও লাইসেন্স নাই। এছাড়া পাওয়া গেছে এলএসডি, আইস। তার স্টেটমেন্ট অনুযায়ী অভিযান চালিয়ে সহযোগী নজরুল ইসলাম রাজের বাসায় ৭০ পিস ইয়াবা, প্রচুর বিদেশি মদ, শিশা সরঞ্জাম পাওয়া যায়। এই মাদক, এই আইস মারাত্মক ধরনের মাদক। এগুলের উৎস কোথায়, কারা খায়, কাদের কাছে বিক্রি হয় তা জানতে সাত দিনের রিমান্ড চায় পুলিশ। বিজ্ঞ আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে পরীমনির বাসায় কোনও মদ ছিল না বলে দাবি করে তার আইনজীবী বলেন, কাল যা হয়েছে মিডিয়া কাভার করেছে। আসামীর বাসায় থরে থরে বোতল সাজানো ছিল। সেসব সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে। তার আইনজীবী কী বললেন সেটা বিবেচ্য না। এদিকে সন্ধ্যার দিকে পরীমণি ও আশরাফুল ইসলাম ওরফে দীপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর সারণি ২৪(খ)/৩৬ (১) এর সারণি ১০ (ক)/৪২(১)/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়।
আটক পরীমনি
বুধবার (৪ আগষ্ট) সন্ধ্যায় বনানীর বাসা থেকে পরীমনিকে আটক করা হয়। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, পরীমণির বাসায় একটা মিনি বার ছিল। তার বাসায় নিয়মিত পার্টি হতো। সেই পার্টিতে মদসহ সব ধরনের মাদক সাপ্লাই দিতো নজরুল ইসলাম রাজ। রাজের নেতৃত্বে একটা সিন্ডিকেট ছিল, যাদের কাজই হলো উঠতি বয়সী তরুণীদের দিয়ে নানারকম অপকর্ম করানো। মঙ্গলবার মিশুক ও জিসানকে গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরীমণি ও রাজের বাসায় অভিযান চালানো হয়। অভিযানে পরীমনি ও রাজসহ চার জনকে গ্রেফতার করা হয়।
এদিকে পরীমনির আটকের ঘটনায় বৃহস্পতিবার মিডিয়াপাড়া থেকে সর্বত্র ছিলো আলোচনার ঝড়। তার পক্ষে বিপক্ষে সরব ছিলো সামাজিক যোগাযোগমাধ্যম থেকে গণমাধ্যম। ঢলিউডের এ সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি এর আগে ঢাকা বোটক্লাবের ঘটনায় আলোচনার জন্ম দেয়। এছাড়া তিনি বিভিন্ন সময় নানারকম সমালোচনার জন্ম দেন তিনি।
শামসুন্নাহার স্মৃতি থেকে পরীমনি
১৯৯২ সালের ২৪ অক্টোবর সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন পরীমনি। পুরো নাম শামসুন্নাহার স্মৃতি। তিনি মডেলিংয়ের মাধ্যমে মিডিয়ায় পা রাখেন। ছোট পর্দায় অভিনয় করেছেন। এরপর ঢাকাই সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান পাকা করেন। পরীমনি ঢালিউডের বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে ‘মহুয়া সুন্দরী’ অন্যতম। এছাড়া তিনি গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন। এ বছর পরীমনি অভিনীত ‘বিশ্বসুন্দরী’ বেশ সাড়া ফেলে দর্কমহলে। এদিকে পরীমনি রাশিদ পলাশ নির্মিত ‘প্রীতিলতা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন।