কালচারাল ইয়ার্ড ডেস্ক:
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে চিত্রনায়িকা পরীমণির সঙ্গে সঙ্গে চিত্রনায়িকা একার সদস্যপদও স্থগিত করা হয়েছে। গৃহকর্মী নির্যাতন ও মাদক আইনের মামলায় গ্রেফতার হওয়া এক সময়ের জনপ্রিয় এই চিত্রনায়িকা শিল্পী সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন অভিযোগ করে এ সিদ্ধান্তে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
শনিবার (৭ আগস্ট) বিকালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরী ও একার সদস্যপদ স্থগিতের সিদ্ধান্তের কথা জানান সংগঠনের সভাপতি মিশা সওদাগর।
একার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। পরবর্তীতে গঠনতন্ত্র অনুযায়ী তাদের (পরী ও একা) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মিশা।
তিনি বলেন, সিনেমার অভিনয় শিল্পীদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে কাজ করে বাংলাদেশে চলচ্চিত্র শিল্পী সমিতি। সংগঠনটির গঠনতন্ত্রের ৬-এর ‘খ’ ও ৯-এর ‘গ’ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো সদস্য যদি সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করে কোনো কাজে লিপ্ত হয়, তাহলে সঙ্গে সঙ্গে তার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত হবে। এক্ষেত্রে আদালতে তিনি নির্দোষ প্রমাণিত হলে সদস্যপদ ফিরে পাবেন। আর যদি দোষী সাব্যস্ত হন, সেক্ষেত্রে আজীবনের জন্য একা চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ হারাবেন।
এ সময় সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক জায়েদ খান, সহ-সভাপতি ডিপজল ও রুবেল, কার্যকরী কমিটির সদস্য অরুণা বিশ্বাস, অঞ্জনা সুলতানা, আলেকজান্ডার বো, জ্যাকি আলমগীর, আলীরাজসহ শিল্পীরা উপস্থিত ছিলেন।
চলচ্চিত্র শিল্পী সমিতির সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, সহ-সভাপতি ডিপজল ও রুবেল। এছাড়া কার্যকরী কমিটির অরুণা বিশ্বাস, অঞ্জনা সুলতানা, আলেকজান্ডার বো, জ্যাকি আলমগীর, আলীরাজসহ অনেকে।
সিমন হাসান ওরফে একা নব্বইয়ের দশকের শেষভাগে চলচ্চিত্রে আসেন। ৩০টিরও বেশি সিনেমায় অভিনয় করে তিনি জনপ্রিয়তা পান। অনেকদিন থেকে তিনি চলচ্চিত্রে অনুপস্থিত। সম্প্রতি গৃহকর্মী নির্যাতন ও মাদক আইনের মামলায় গ্রেফতার হয়েছেন এই নায়িকা।