সৈকত নাসিরের নির্মাণে আদরের সঙ্গে জুটি বাঁধছেন বুবলী
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক:
এ প্রজন্মের সম্ভাবনাময় চিত্রনায়ক আদর আজাদের সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধলেন চিত্রনায়িকা শবনম বুবলী। সৈকত নাসিরের নির্মাণে রোমান্টিক থ্রিলার ধাঁচের সিনেমা ‘তালাশ’-এ জুটিবদ্ধ হলেন তারা। সৈকত নাসিরের সঙ্গে যৌথভাবে এর গল্প লিখেছেন আসাদ জামান।
আদর আজাদ ছবিটিতে অভিনয়ের প্রসঙ্গে জানান, অসাধারণ একজন নির্মাতা সৈকত নাসিরের সঙ্গে কাজের অভিজ্ঞতা আছে আগেই। এবারের তালাশ’-এর গল্পটা দুর্দান্ত জানিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত আমার সেরা সিনেমা হতে যাচ্ছে এটি।
ছবিটির নির্মাতা সৈকত নাসির জানান, ‘তালাশ’ তার স্বপ্নের প্রজেক্ট। তিনি বলেন, আমি বরাবরই বলি যখন যাদের নিয়ে কাজ করি তারাই আমার চোখে সেরা অভিনেতা। আদর আজাদ আমার চোখে এখন স্টার। তার সঙ্গে বুবলীকে নিয়ে চ্যালেঞ্জে নামছি। আমার বিশ্বাস দারুণ কিছু উপহার দিতে পারবো।
আদর আজাদ সর্বশেষ মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘যাও পাখি বলো তারে’ ও শামীম আহমেদ রনি পরিচালিত ‘লাইভ’ চলচ্চিত্রে অভিনয় করেন। এই দুটি সিনেমায় আদর আজাদ চিত্রনায়িকা মাহিয়া মাহির বিপরীতে অভিনয় করেন।