মারা গেলেন ভারতীয় বর্ষিয়াণ অভিনেতা অনুপম শ্যাম। রোববার (৮ আগস্ট) রাত ৮টার দিকে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন
তিনি দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন বলে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। তার ডায়ালিসিসও চলছিল। জানা গেছে, বিপুল পরিমাণ খরচ সামলাতে তিনি হিমশিম খাচ্ছিলেন তিনি। সপ্তাহখানেক আগে তিনি হাসপাতালে ভর্তি হন।
অনুপম শ্যামের অসুস্থতা ও আর্থিক সমস্যার কথা জানতে পেরে বলিউড তারকা সোনু সুদ তাকে সহযোগিতা করেছিলেন। এছাড়াও মুম্বাইয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা তাকে সহযোগিতা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
বলিউডের অনেক জনপ্রিয় সিনেমায় খলচরিত্রে তিনি অভিনয় করেছেন। কিছু ছবিতে কমেডিতেও দেখা গেছে তাকে। অস্কারজয়ী ‘স্লামডগ মিলিয়নিয়ার’, ‘লাগান’, ‘শ্যাম দস্তক’, ‘নায়ক’, ‘শক্তি’সহ বহু সিনেমায় তিনি অভিনয় করেছেন। অনুপম শ্যাম ভারতীয় টেলিভিশনে অভিনয় করে ব্যপক পরিচিতি পেয়েছেন।
অনুপম শ্যামের মৃত্যুতে বলিউড ও ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া বিরাজ করছে।