বাংলা সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির জন্য এবার গান বাঁধলেন প্রতিবাদী গানের শিল্পী নকুল কুমার বিশ্বাস। গানে গানে পরীমণির জন্য সহানুভূতি প্রকাশ করে সিনেমা না দেখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
গেলো শনিবার (৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নকুল কুমার বিশ্বাস গানটি প্রকাশ করেছেন।
গানটির কথাগুলো এমন- ‘গুরুতর বিপদে, সাপদের আপদে নায়িকা যখন ভয়ে মরে/ভালোবাসা দুর্বার, ভেঙেচুরে চুরমার নায়ক এসে মুক্ত করে/আজ পরীমণি সংকটে, রিমান্ডে আছে বটে, নায়ক কেনো ছুটে এলো না, কোনো নায়ক কেনো ছুটে এলো না/দেখবো না, দেখবো না, দেখবো না, সিনেমা দেখবো না।’
গানটি প্রকাশের পর ব্যপক প্রশংসা পাচ্ছে নেটিজেনদের।
বুধবার (৪ আগষ্ট) সন্ধ্যায় বনানীর বাসা থেকে পরীমনিকে আটক করা হয়। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। তিনি এখন ৪ দিনের রিমাণ্ডে আছেন।
এদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে ঢালিউডের এই জনপ্রিয় চিত্রনায়িকার সদস্যপদ স্থগিত করা হয়েছে। এছাড়া চলচ্চিত্রের শিল্পী, পরিচালক ও প্রযোজকদের অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছেন পরীমণির কাছ থেকে। তার বিরুদ্ধেও নেতিবাচক মন্তব্য ও নিন্দা ছড়িয়েছে অনেকে। তবে অনেকে পরীমণির পক্ষেও সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেছেন। এর মধ্যে নকুল কুমার বিশ্বাস গান গেয়ে তার প্রতি সহানুভূতি প্রকাশ করলেন।