কালচারাল ইয়ার্ড ডেস্ক :
চিরনিদ্রায় শায়িত হলেন তরুণ নির্মাতা সাজ্জাদ সনি। রোববার বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।
শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে মারা যান সনি। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ তিনি। মৃত্যুকালে তার বয়স ছিলো ৩৭ বছর।
রোববার সকাল সাড়ে এগারোটায় শ্রদ্ধা নিবেদনের জন্য শিল্পকলা একাডেমিতে রাখা হয় সনির মরদেহ। বেলা বারটায় প্রথম জানাজা এবং বাদ জোহর নিকুঞ্জতে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।
তরুণ এই নির্মাতার মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকে ছায়া। শোক প্রকাশ করেছে ডিরেক্টরস গিল্ডসহ বিভিন্ন সংগঠন ও সাংস্কৃতিক জগতের ব্যাক্তিবর্গ।
ডিরেক্টরস গিল্ডের দুবার অর্থ সম্পাদক ছিলেন সাজ্জাদ সনি। নির্মাণ করেছেন প্রায় বিশটি নাটক। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে- ‘কেউ কথা রাখেনি’, ‘নাগর’, ‘আজও কাঁদায়’ ইত্যাদি।
নির্মাতা সাজ্জাদ সনিকে নিয়ে যা লিখেছেন তার সহকর্মীরা
নির্মাতা এস এ হক অলিক লিখেন, ‘সাজ্জাদ সনি, তোমার চলে যাওয়া নিয়ে লিখতে হবে কখনই ভাবি নাই! চার বছর ডিরেক্টরস গিল্ডের পথ চলায়, কতো স্মৃতি, কতো কথা, কতো দৌড়ঝাপ, কতো আয়োজন…..! ভুলবো কি করে? তোমার সাথে শেষ দেখাও হলো না ভাই! আল্লাহ্, আমাদের সাজ্জাদ সনিকে আপনি জান্নাত দান করুন, আমিন।’
নাট্যকার মাসুম রেজা লিখেন, ‘ডিরেক্টরস গিল্ডের একনিষ্ঠ কর্মী সাজ্জাদ সনির মৃত্যুতে আমরা শোকাহত.. সনি অত্যন্ত বিনয়ী এক ছেলে, টিভি নাটকের সৃজনশীল নির্মাতা.. মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে উনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন.. তার আত্মা শান্তি পাক..’
চলচ্চিত্র নির্মাতা, লেখক ও সংগঠক বেলায়াত হোসেন মামুন লিখেন, ‘খুব দুঃখজনক একটি খবর পেলাম৷ সাজ্জাদ সনি আর নেই… সনির সাথে পরিচয় ১৪/১৫ বছর আগে৷ সনি ম্যুভিয়ানার সাথে যুক্ত ছিলেন ২০০৮ থেকে বহুদিন… এমন প্রাণবান আন্তরিক একজন স্বজনকে এতটা অকালে হারাবো, তা কল্পনাও করি নি… এখনও বিশ্বাস করতে পারছি না…’
নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ লিখেন, ‘সনি আর আমাদের মাঝে নাই … ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন … ঐখানে আল্লাহর কাছে ভালো থাকো বন্ধু … দেখা হচ্ছে আবারও …’
অভিনেতা শামীম হাসান সরকার লিখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাজ্জাদ সনি ভাই ভালো থাকবেন। আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুন, আমিন।’