প্রকাশিত হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী কণ্ঠশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশীর নতুন গান। গানটির শিরোনাম ‘মন নদী’। এমআর বেস্ট মিডিয়ার ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে।
কি তৈরি ভাসায়লিরে/ আমার মন নদীতে/ সুখের বৈঠা ছাড়া চলে না/ হাওয়া ভয় উল্টো হাওয়া বৈঠাও নাই সাথে/ ভুল করিলো মন পাগলে / আসল নকল চিনল না/ তৈরি চলে না…
আবদুল আওয়াল রিয়াজের লেখা ফোক ঘরানার এই গানের সুর করেছেন জিয়াউদ্দিন আলম। কাউসার খান সঙ্গীত আয়োজন করেছেন।
‘মন নদী’ প্রসঙ্গে ঐশী বলেন, ‘‘মন নদী’ গানটির কথা, সুর ও সঙ্গীত আয়োজন একটু ভিন্নধর্মী। আমি যে ধরনের গান গাইতে বেশি পছন্দ করি, ঠিক সে ধরনের গান এটি। তাই গাইতে আমার বেশ ভালো লেগেছে।’ গানটি সবাই পছন্দ করবে- এমনটাই প্রত্যাশা এই শিল্পীর।
ফাতিমা তুয যাহরা ঐশী ২০২০ সালে মায়া: দ্য লস্ট মাদার সিনেমায় ‘মায়া, মায়া রে’ গানটির জন্য তিনি শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এর আগে ২০১৯ সালে শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে পেয়েছেন ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার।
সম্প্রতি রায়হার রাফির নির্মিতব্য ‘দামাল’ সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এছাড়াও নিজের ইউটিউব চ্যানেল ‘ঐশী এক্সপ্রেস’ থেকে নিয়মিত তিনি গান প্রকাশ করছেন।