আগামী ৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে আরিফিন শুভ’র নূর সিনেমার দৃশ্যধারণ। এটি পরিচালনা করছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি। তবে শুভর বিপরীতে নায়িকা হিসেবে এই ছবিতে কে থাকছেন, তা এখন জানা যায় নি।
শাপলা মিডিয়া প্রযোজিত ‘নূর’ সিনেমায় অভিনয়ে পাশাপাশি নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করছেন তিনি।
জানা গেছে, শাপলা মিডিয়া ঘোষিত ১০০ সিনেমা নির্মাণের কাজ সেপ্টেম্বর থেকেই শুরু হচ্ছে। তারই ধারাবাহিকতায় ৭ সেপ্টেম্বর থেকে ‘নূর’ সিনেমার শুটিং শুরু হবে।
করোনার কারণে লকডাউন, শারীরিক অসুস্থতাসহ বিভিন্ন প্রতিবন্ধকতা পেরিয়ে দীর্ঘদিনের বিরতি শেষে শুটিংয়ে ফিরছেন আরিফিন শুভ। গত শনিবার (২৮ আগস্ট) এফডিসিতে আদনান আল রাজীব পরিচালিত একটি বিজ্ঞাপন চিত্রের দৃশ্যধারণে তিনি অংশ নিয়েছেন।
আরিফিন শুভ অভিনীত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’ নির্মাণাধীন রয়েছে। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি পরিচালনা করছেন বলিউডের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল।
এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘মিশন এক্সট্রিম (পর্ব ১ ও ২)’। এর দৃশ্যধারণ অনেক আগেই শেষ হয়েছে, কিন্তু করোনার কারণে এখন মুক্তি দেয়া সম্ভব হয় নি।