সময়ের ২ ব্যস্ত অভিনয়শিল্পী চিত্রনায়ক নিরব হোসেন ও শিশুশিল্পী থেকে নায়িকা হয়ে ওঠা পূজা চেরি। এবার তারা প্রথমবারের মত জুটি বেঁধেছেন। নিরব-পূজার নতুন সিনেমা ‘ক্যাশ’।
জানা গেছে, ২০২০ সালের ডিসেম্বরে ‘ক্যাশ’ শিরোনামের এই চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছিলেন নিরব ও পূজা চেরি। কিন্তু করোনার কারণে লকডাউনসহ নানা জটিলতায় সিনেমাটির দৃশ্যধারণ শুরু হয় নি।
তবে চুক্তিবদ্ধ হওয়ার ১ বছর পর আগামী ডিসেম্বরে সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে বলে জানা ছবির পরিচালক জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা সৈকত নাসির।
চলচ্চিত্রটি প্রসঙ্গে চিত্রনায়ক নিরব বলেন, ‘ক্যাশ’ এক অ্যাকশন ধর্মী সিনেমা। অনেক আগেই এর দৃশ্যধারণ হওয়ার কথা ছিলো। করোনাসহ কিছু কারণে দীর্ঘ দিন সিনেমা নির্মাণ ও মুক্তি বন্ধ ছিলো। এর মধ্যে আমি অবশ্য কয়েকটি সিনেমা করে ফেললাম। আশার কথা হচ্ছে, আবারও শুরু হয়েছে শুটিং। সরকারও সিনেমা হল খোলার নির্দেশ দিয়েছে। তাই এখন ‘ক্যাশ’ চলচ্চিত্রের শুটিংয়ের প্রস্তুতি চলছে।’
তিনি বলেন, সৈকত নাসির ভাইয়ের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এর আগে ‘ক্যাসিনো’ সিনেমায় কাজ করেছি। তার সঙ্গে প্রথম কাজ করে আমি মুগ্ধ। ভালো লাগছে যে, আবারও তার সঙ্গে কাজ করতে পারছি। আর পূজার সাথে এটা আমার প্রথম কাজ। সবমিলিয়ে ‘ক্যাশ’ দারুণ একটি প্রজেক্ট হতে যাচ্ছে।’
স্বদেশ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় সিনেমারটির চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান। এতে একটি বিশেষ চরিত্রে জান্নাতুল নাঈম এভ্রিলের অভিনয়ের কথা রয়েছে। এছাড়াও বিভিন্ন চরিত্রে সাঞ্জু জন, সীমান্ত, ফারহান খান রিওসহ আরও অনেকে অভিনয় করবেন।