কালচারাল ইয়ার্ড ডেস্ক :
ছোট পর্দা তথা টেলিভিশন নাটক ও বড় পর্দা মানে সিনেমা; এই দুই পর্দার তারকা শিল্পীদের নিয়ে শাহীন সুমনের ‘মাফিয়া’ চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে। এটি একটি ওয়েব ফিল্ম। রাজধানীর আন্ডারওয়ার্ল্ড ও ভালোবাসার গল্পে সিনেমাটি নির্মিত হচ্ছে বলে জানান পরিচালক।
সিনেমাটি প্রসঙ্গে পরিচালক শাহীন সুমন বলেন, ‘‘মাফিয়া’ওয়েব সিরিজ নয়, পুরোপুরি একটি ওয়েব ফিল্ম। রাজধানীর আন্ডারওয়ার্ল্ড নিয়ে মাফিয়ার গল্প। এতে একাধিক মাফিয়ার গল্প উঠে আসছে। এই সিনেমায় চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন নাটকের তারকা শিল্পীদের সমন্বয় ঘটেছে।’
এতে চিত্রনায়ক ইমন, চিত্রনায়িকা মাহিয়া মাহি, আঁচল আঁখি, মিশা সওদাগরসহ বড় পর্দার আরও অনেকে কাজ করছেন। পাশাপাশি ছোট পর্দার তারকাদের মধ্যে থাকছেন জাহিদ হাসান, আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রাহা তানহা খান, মৌ খান, অর্ষা প্রমূখ।
পরিচালক জানান, ‘এখন ধামরাইতে ‘মাফিয়া’র দৃশ্যধারণ করা হচ্ছে। এর আগে কক্সবাজারে একটি লটে শুটিং হয়েছিল। জাহিদ হাসান, মিলন, ইমন, মাহি, মিশাসহ অনেকেই শুটিং করছেন। এখানে নাটক সিনেমার শিল্পীদের একপ্রকার মিলন মেলা বসেছে। ভালোভাবে শুটিং হচ্ছে।’
চিত্রনায়ক ইমন জানান, বড় বাজেটে কাজ হচ্ছে। এখানে নাটকের অনেক শিল্পীরা কাজ করছেন। সবাই মিলে পিকনিক মুডে শুটিং করছি!’
নিজের চরিত্র সম্পর্কে ইমন বলেন, ‘মাফিয়া’য় আমাকে অনেকটা হিপহপ টাইপে দেখা যাবে। যথেষ্ট শক্তিশালী একটি ক্যারেক্টার।’
শাপলা মিডিয়ার সেলিম খান প্রযোজিত ‘মাফিয়া’ সিনেমাটি মুক্তি পাবে তাদের ওটিটি প্লাটফর্ম সিনেবাজ অ্যাপে।