সাতাশ দিন কারাবরণ শেষে বুধবার সকাল জামিনে মুক্তি পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। খোলা আকাশের স্বাদ গ্রহণ করতে একটি ছাদ খোলা গাড়িতে করে বাসায় ফেরার পর পড়লেন নতুন সংকটে- এমনটাই জানালেন তিনি।
পরীমনি জানান, দীর্ঘদিন ধরে তিনি বনানীর যে বাসায় থাকতেন, এখন তাকে সেই বাসা ছাড়তে হবে। কারণ এতসব ঘটনা ঘটায় অবিলম্বে তাকে বাসা ছেড়ে দেয়ার নোটিশ দিয়েছেন বাড়ির মালিক।
তিনি জানান, প্রতিনিয়ত সাংবাদিক, পুলিশ আসায় বাড়ির অন্যান্য মানুষ খুব বিরক্ত হচ্ছে।
পরীমনির প্রশ্ন, ‘এতগুলো বছর ধরে আমি এই বাসায় থাকছি। হুট করে এখন আমি কোথায় যাবো? এখন কি আমি র্যাবের বাসায় গিয়ে উঠবো? এখন আমাকে বাসা কে দেবে?’
এদিকে মিডিয়া ট্রায়ালের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন জনপ্রিয় এই অভিনেত্রী।
উল্লেখ্য, মঙ্গলবার (৩১ আগস্ট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন পেয়েছেন পরীমনি। তিন দফা রিমাণ্ড শেষে পঞ্চাশ হাজার টাকা মুচলেকায় নারী, শারীরিক অসুস্থতা এবং অভিনেত্রী; এই তিন বিবেচনায় তাকে জামিন দেয়া হয়।
এরআগে গত ৪ আগস্ট পরীমনিকে তার বনানীর বাসা থেকে গ্রেফতার করেছিলো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এরপর র্যাব বাদী হয়ে রাজধানীর বনানী থানায় পরীমনি তার বিরুদ্ধে আইনে মামলা করা হয়।