মুক্ত পরীমনি, হাতের লেখা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক :
অবশেষে মুক্ত পরীমনি। ২৭ দিন কারাবরণ শেষে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত ঢালিউডের আলোচিত এই চিত্রনায়িকা।
বুধবার জামিনের আনুষ্ঠানিকতা শেষ করে মুক্তি পর একটি ছাদ খোলা গাড়িতে করে বাসায় ফেরার সময় ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন। হাতে লেখা ছিলো Don’t ❤❤❤ Me Bitch (ডোন্ট লাভ মি বিচ)। এর নিচে ছিলো হাতের মধ্যাঙ্গুল প্রদর্শনের একটি চিহ্ন। হাতের সেই লেখা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তোলপাড়।
ফেইসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তার এই লেখাকে সাহসী একটি প্রতিবাদ হিসাবে দেখছেন। অনেকে আবার ভিন্ন চোখে দেখছেন বিষয়টি। করছেন সমালোচনা।
উল্লেখ্য, মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন পেয়েছেন পরীমনি। তিন দফা রিমাণ্ড শেষে পঞ্চাশ হাজার টাকা মুচলেকায় নারী, শারীরিক অসুস্থতা এবং অভিনেত্রী; এই তিন বিবেচনায় তাকে জামিন দেয়া হয়।
এরআগে গত ৪ আগস্ট পরীমনিকে তার বনানীর বাসা থেকে গ্রেফতার করেছিলো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এরপর র্যাব বাদী হয়ে রাজধানীর বনানী থানায় পরীমনি তার বিরুদ্ধে আইনে মামলা করা হয়।