আজ টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের বিয়ে। পাত্রী শাম্মা দেওয়ান। রাজধানীর রাজারবাগ এলাকায় একটি পার্টি সেন্টারে তাদের বিয়ের সম্পন্ন হবে বলে জানিয়েছেন অপূর্ব।
বিয়ে প্রসঙ্গেঅপূর্ববলেন, ‘বিয়ে করছি ভাই। চুরি বা ক্রাইম করছি না। ফলে এটা নিয়ে লুকোচুরির কিছু নেই। বিয়ে আমি করছি, এটা সত্যি। ’
পাত্রী সম্পর্কে তিনি জানান, ‘এই বিয়ে হচ্ছে একেবারেই পারিবারিক সিদ্ধান্তে। হবু স্ত্রী মিডিয়া অঙ্গনের বাইরের মানুষ। যুক্তরাষ্ট্রে তার জন্ম, বেড়ে ওঠাও সেখানেই। উচ্চ শিক্ষা শেষে সেখানকার একটি গাড়ি প্রস্তুতকারক কোম্পানিতে চাকরি করছেন। রাজধানীর লালমাটিয়া তার পৈত্রিক নিবাস।’
উল্লেখ্য, জিয়াউল ফারুক অপূর্ব’র এটি তৃতীয় বিয়ে। প্রথম বিয়ে করেছিলেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। বেশি দিন টিকে নি সেই সংসার। এরপর নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন। গত বছর ভেঙে যায় তাদের ৯ বছরের দাম্পত্য জীবন। তাদের আয়াশ নামের একটি পুত্র সন্তান রয়েছে।