জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুলের জন্মদিন ৫ সেপ্টেম্বর। জন্মদিনে নতুন গান নিয়ে আসছেন ইমরান । সাথে থাকছে মিউজিক ভিডিও।
গানটির শিরোনাম ‘পরাণ বন্ধুরে’। লিখেছেন কবির বকুল। সুর আর সঙ্গীতায়োজন করেছেন ইমরান নিজেই।
গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে মডেল হিসেবে অভিনেত্রী কেয়া পায়েলের সাথে ইমরানকেও দেখা যাবে।
গানটি প্রসঙ্গে ইমরান মাহমুদুল বলেন, ‘‘পরাণ বন্ধুরে’ গানটি একটু আলাদা ঢংয়ে তৈরি করেছি, যা অন্য গানগুলো থেকে আলাদা।’
ইমরান বলেন, ‘আমার জন্মদিন উপলক্ষে গানটি করেছি। যারা আমার গান পছন্দ করেন, ভালোবেসে বরাবরই ধন্য করেন- তাদের জন্য এটি আমার বিশেষ উপহার।’
মিউজিক ভিডিও প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, এর আগে ইমরানের কয়েকটি গানে দর্শক আমাকে দেখেছেন। সেখান থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। সেই প্রত্যাশা নিয়ে নতুন কাজটি করলাম। ‘পরাণ বন্ধুরে’ গানটির পাশাপাশি ভিডিওটি দর্শক বরাবরের মতো গ্রহণ করবেন এমনটাই প্রত্যাশা এই অভিনেত্রীর।