মৌসুমী-আহমেদ রুবেলের পর ‘দেশান্তর’ সিনেমায় ইয়াশ রোহান
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক :
সরকারি অনুদানের ‘দেশান্তর’ চলচ্চিত্রে মূখ্য চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা মৌসুমী। তার বিপরীতে থাকবেন অভিনেতা আহমেদ রুবেল। এবার মৌসুমী-আহমেদ রুবেলের পর ‘দেশান্তর’ সিনেমায় যুক্ত হলে এই সময়ের অত্যন্ত প্রতিভাবান চিত্রনায়ক ইয়াশ রোহান- এমনটাই জানিয়েছেন ছবির পরিচালক আশুতোষ সুজন।
এদিকে ইয়াশের বিপরীতে নবাগত একজন নায়িকা অভিনয় করবেন বলে জানা গেছে। তবে তার নামটা এখনই প্রকাশ করতে চান না নির্মাতা।
কবি নির্মলেন্দু গুণের ‘দেশান্তর’ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করছেন আশুতোষ সুজন। সিনেমাটির মূখ্য চরিত্র ‘অন্নপূর্ণা’ হিসেবে অভিনয় করবেন বাংলা চলচ্চিত্রের ‘প্রিয়দর্শিনী’ খ্যাত চিত্রনায়িকা মৌসুমী। অভিনেতা আহমেদ রুবেল তার বিপরীতে অভিনয় করবেন। এবার যুক্ত হলেন ইয়াশ।
কবে সিনেমার দৃশ্যধারণ শুরু হবে জানতে চাইলে পরিচালক বলেন, সবকিছই চুড়ান্ত করা আছে। পরিবেশ-পরিস্থিতি ঠিক থাকলে আগামী মাসেই শুরু করবো।