কালচারাল ইয়ার্ড ডেস্ক :
বাংলা চলচ্চিত্রের রাজকুমার প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ’র মৃত্যুবার্ষিকী ৬ সেপ্টেম্বর। এই দিন ঢালিউডের সর্বকালের চিরসবুজ এই নায়ক স্মরণে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচার করবে বৈশাখী টেলিভিশন।
সালমান শাহ স্মরণে বৈশাখী টেলিভিশনে বিশেষ আয়োজন শুরু হবে ৬ সেপ্টেম্বর সকাল আটটা বিশ মিনিটে। ‘বৈশাখী সকালের গান’ শিরোনামের এই অনুষ্ঠানে সালমান শাহ অভিনীত সিনেমার গান গাইবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী খান আসিফুর রহমান আগুন।
আরও পড়ুন : আগুনের কন্ঠে বন্ধু সালমান শাহ’র সিনেমা
সকাল দশটা বিশ মিনিটে সালমান শাহ অভিনীত চলচ্চিত্র ‘কন্যাদান’। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত এই সিনেমায় সালমান ছাড়া শাবানা, আলমগীর, লিমা, হুমায়ুন ফরীদিসহ আরও অনেকে অভিনয় করেন।
দুপুর দুইটা ৪৫ মিনিটে প্রচারিত হবে জাকির হোসেন রাজু পরিচালিত ‘জীবন সংসার’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সালমান শাহ, শাবনূর, ফারুক, ববিতা, গোলাম মুস্তাফা, দিলদার প্রমূখ।
সালমান শাহকে নিয়ে আরও নিউজ
⇒ স্বপ্নের নায়ক সালমান শাহ
⇒ অন্তরে অন্তরে সালমান শাহ
তানহা তাসনিয়ার উপস্থাপনায় দুপুর একটা বিশ মিনিটে রয়েছে শুধু সিনেমার গান। সালমান শাহ অভিনীত চলচ্চিত্রের জনপ্রিয় কিছু গান দিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। এর মধ্যে রয়েছে সালমান শাহ ও মৌসুমী অভিনীত চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘অন্তরে অন্তরে’, ‘স্নেহ’, ‘দেনমোহর’। অন্যদিকে সালমান শাহ-শাবনুর অভিনীত জনপ্রিয় চলচ্চিত্র ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের নায়ক’, ‘আনন্দ অশ্রু’ এবং সালমান শাহ-শাবনাজ অভিনীত ‘মায়ের অধিকার’, সালমান শাহ ও শাহনাজ অভিনীত ‘সত্যের মৃত্যু নেই’ চলচ্চিত্র। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহ আলম।
সালমান শাহ স্পেশাল ‘গোল্ডেন সং’ প্রচারিত হবে রাত আটটায়। সালমান শাহ স্মরণে গান গাইবেন সঙ্গীতশিল্পী রাজীব। লিটু সোলায়মানের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আইনুন পুতুল।
নায়ক সালমান শাহ সম্পর্কিত আরও খবর
♠ প্রজন্মান্তরের তরুণদের আইকন সালমান শাহ
♠ সালমান শাহ থাকবে এই ঘর এই সংসারে