জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুলের জন্মদিন আজ। ১৯৮৯ সালের ৫ সেপ্টেম্বরে রাজধানী ঢাকায় জন্মগ্রহণ করেন তরুণ এই গায়ক। জন্মদিনে কালচারাল ইয়ার্ড পরিবারের পক্ষ থেকে তার প্রতি রইলো শুভেচ্ছা ও ভালোবাসা।
ইমরানের পুরো নাম মোহাম্মদ মাহমুদুল হক ইমরান। তিনি একাধারে গায়ক, সুরকার, গীতিকার ও সঙ্গীত পরিচালক। ২০০৮ চ্যানেল-আই সেরা কণ্ঠে প্রথম-রানার্স আপ হয়ে সঙ্গীতাঙ্গনে যাত্রা শুরু করেন। ওই বছরই সাবিনা ইয়াসমিনের সঙ্গে ‘ভালবাসার লাল গোলাপ’ সিনেমায় গান গাওয়ার মাধ্যমে প্লেব্যাকে তার অভিষেক হয়।
তার প্রথম প্রকাশিত অ্যালবাম ‘স্বপ্নলোকে’। ২০১০ সালে লেজার ভিশন থেকে প্রকাশিত হয়। এখন পর্যন্ত প্রকাশিত তার অ্যালবামগুলোর মধ্যে রয়েছে- ‘তুমি’, ‘বলতে বলতে চলতে চলতে’, ‘বাহুডোরে’ ইত্যাদি। ‘রংধনু’ ও ‘মন কারিগর’ নামে দু’টি মিশ্র অ্যালবামেও গান পরিবেশন করেন তিনি।
বর্তমানে ইমরান মাহমুদুল নিয়মিত চলচ্চিত্রে গান করছেন। সেখানে জনপ্রিয়তার পাশাপাশি পেয়েছেন বেশ কিছু পুরস্কার। ‘বসগিরি’ সিনেমায় ‘দিল দিল দিল’ ও ‘পোড়ামন ২’ সিনেমায় ‘ওহে শ্যাম’ গানের জন্য পেয়েছেন মেরিল-প্রথম আলো পুরস্কার। ‘পাসওয়ার্ড’ চলচ্চিত্রে ‘সোয়াগ রে’ গানের জন্য ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।