বাংলা চলচ্চিত্রের চিরসবুজ নায়ক সালমান শাহ’র মৃত্যুবার্ষিকী ৬ সেপ্টেম্বর। এ বছর ঠিক ওই দিন নতুনভাবে প্রকাশিত হতে যাচ্ছে তার অভিনীত একটি সিনেমার গান। নতুন আয়োজনে গানটি গাইবেন এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা এহসান পড়শী।
সালমান অভিনীত জনপ্রিয় চলচ্চিত্র ‘চাওয়া থেকে পাওয়া’র একটি বিখ্যাত গান ‘সাথী তুমি আমার জীবনে’। গানটির গীতিকার ও সুরকার ছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। কণ্ঠ দিয়েছিলেন খালিদ হাসান মিলু ও কনকচাঁপা। সেই গানটিই এবার নতুনভাবে গাইছেন পড়শী। আর এর সঙ্গীতায়োজন করছেন প্রত্যয় খান।
ঢালিউডের রাজকুমার প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ’র ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিউজিক ভিডিও আকারে গানটি প্রকাশ করা হবে। শনিবার রাজধানীর তিনশ ফিটে গানটির ভিডিওর শুটিং করা হয়। চন্দন রায় চৌধুরী ভিডিওটি পরিচালনায় রয়েছেন। ভিডিওতে পড়শী নিজেই থাকছেন।
সালমান শাহর এবারের মৃত্যুবার্ষিকীর অন্যান্য আয়োজন :
এ প্রসঙ্গে পড়শী বলেন, ‘যখন থেকে সালমান শাহর সম্পর্কে জেনেছি, তার সিনেমা দেখেছি; তখন থেকেই আমি তার ভক্ত। তার অভিনীত সিনেমার অনেক গানই আমার খুব প্রিয়। এর আগে একবার সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে একটি টিভি লাইভে তাকে ট্রিবিউট করে গান গেয়েছিলাম। এবার প্রথমবারের মতো তার সিনেমার গান রেকর্ড করেছি। তার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসার জায়গা থেকেই কাজটি করেছি।’
নিজের ও সালমান শাহর ভক্তরা গানটি পছন্দ করবেন এমনটাই প্রত্যাশা এই গায়িকার।
জানা গেছে, মূল গানটির সত্ত্বাধিকারী ছিলো অনুপম মিউজিক। ৬ সেপ্টেম্বর তাদের ইউটিউব চ্যানেলেই গানচিত্রটি উন্মুক্ত করা হবে। এই গান ও এর মিউজিক ভিডিওর পৃষ্ঠপোষকতায় রয়েছে প্রাণ ফুট্রো।