গত বুধবার (১ সেপ্টেম্বর) ২৭ দিন কারাবরণ শেষে মুক্তি পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি । এবার প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাইলে পরীমনি ।
সোমবার সন্ধ্যায় এক ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের অসহায়ত্বের কথা জানান। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নিজের জন্য নিরাপত্তা চাইলেন তিনি।
ফেইসবুকে স্ট্যাটাস পরীমনি লিখেন, ‘বঙ্গবন্ধু কন্যা, আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন! রাস্তায় মানুষগুলোও এতো অনিরাপদ না। একবার একটু দেখেন না আমার দিকে, কি করে বেঁচে আছি।’
গত মঙ্গলবার (৩১ আগস্ট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন পেয়েছেন পরীমনি। তিন দফা রিমাণ্ড শেষে পঞ্চাশ হাজার টাকা মুচলেকায় নারী, শারীরিক অসুস্থতা এবং অভিনেত্রী; এই তিন বিবেচনায় তাকে জামিন দেয়া হয়।
এরআগে গত ৪ আগস্ট পরীমনিকে তার বনানীর বাসা থেকে গ্রেফতার করেছিলো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এরপর র্যাব বাদী হয়ে রাজধানীর বনানী থানায় পরীমনি তার বিরুদ্ধে আইনে মামলা করা হয়।
বর্তমানে তিনি বাসাতেই বিশ্রামে আছেন। কিন্তু সেখানে তাকে নানা সমস্যা সম্মুখীন হতে হবে। শুধু তিনি একা নন, তার পরিবার ও আশপাশের মানুষজনকেও পোহাতে হচ্ছে নানা ভোগান্তি।