কালচারাল ইয়ার্ড ডেস্ক :
বাংলা সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর ২৫তম মৃত্যুবার্ষিকী আজ (৬ সেপ্টেম্বর)। বছর ঘুরে এই দিনটি এলে আবেগ তাড়িত হয়ে যান সালমানভক্ত ও চলচ্চিত্রপ্রেমীরা। তাতে পিছিয়ে নেই এই সময়ের শোবিজ তারকারাও। নানাভাবে নিজেদের মনে অভিব্যক্তি প্রকাশ করে সালমান শাহকে শ্রদ্ধাভরে স্মরণ করছে তারা।
সালমান শাহকে স্মরণ করে এক দীর্ঘ ফেইসবুক স্ট্যাটাস দেন বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। তিনি লিখেন, ‘একজন শিল্পীর মৃত্যুর পর ধীরে ধীরে তার অনুসারীরা ভুলতে শুরু করেন। তবে ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ক্ষেত্রে সেটা একেবারে বিপরীত! অকালে চলে যাওয়ার ২৫ বছর পরেও তার জনপ্রিয়তা আজও আকাশচুম্বী। ………………. ২৫ তম প্রয়াণ দিবসে প্রিয় নায়ক সালমান শাহকে স্মরণ করছি বিনম্র শ্রদ্ধায়। যেখানেই থাকুন ভালো থাকুন আমাদের সালমান শাহ …’
শাকিব খানের পুরো স্ট্যাটাস পড়ুন : সালমান শাহ বাংলাদেশে জন্মেছিলেন সেটাই আমাদের সৌভাগ্য : শাকিব খান
সালমানের সময়কার চিত্রনায়ক ওমর সানী লিখেন, ‘ওপারে ভাল থেকো তুমি। আজকের প্রয়াণ দিবসে তোমাকে হৃদয় থেকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। আল্লাহ যেন তোমাকে সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌসের সৌভাগ্য দান করেন। ’
সেসময়কার আরেক নায়ক অমিত হাসান লিখেন, ‘আজ সেপ্টেম্বরের ৬ তারিখ। অভিনেতা সালমান শাহ- না ফেরার দেশে ২৫ বছর। আল্লাহর কাছে ওর জন্য দোয়া করি।’
সালমান শাহর একটি ছবি শেয়ার করে এ প্রজন্মের জনপ্রিয় নায়ক আরেফিন শুভ লিখেন, ‘ওই স্টিল মিস ইউ মাই কিং।’
সালমান শাহ সম্পর্কিত আরও নিউজ
⇒ প্রজন্মান্তরের তরুণদের আইকন সালমান শাহ
⇒ স্বপ্নের নায়ক সালমান শাহ
চিত্রনায়ক নিরব লিখেন, ‘৯০ দশকে আপনি চলচ্চিত্রে এসেছিলেন হ্যালীর ধূমকেতুর মতো! সিনেমাতে এলেন, দেখলেন, জয় করলেন… পর্দায় পোশাক-পরিচ্ছেদ, সংলাপ বলার ধরণ, অভিনয় দক্ষতা সবকিছু মিলিয়ে একজন দর্শক হিসেবে আমার মনে স্থান করে নিতে সময় লাগেনি। মৃত্যুর ২৫ বছর পরেও বাংলা সিনেমার সর্বসেরা ‘রোমান্টিক হিরো’দের তালিকায় আপনার স্থান উপরে। স্পষ্ট মনে পড়ে রাজবাড়ীর পাংশার নূপুর সিনেমা হলে জীবনে প্রথম আপনার “জীবন সংসার” সিনেমা দেখেছিলাম। পর্দায় আপনাকে দেখে নায়ক হওয়ার ইচ্ছে সেদিনই প্রথম জেগেছিল। আহ কী সেই নায়ক, কী তার অভিনয়, কী তার স্টাইল। ২৫ তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাভরে স্মরণ করি। ভালো থাকুক আমাদের অমর নায়ক সালমান শাহ..’
চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া লিখেন, ‘ভালো আছি ভালো থাকেো আকাশের ঠিকানায় চিঠি লিখ। ২৫ তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাভরে স্মরণ করি তোমাকে। অনেক ভালোবাসি তোমাকে, ভালো থাক আমাদের অমর নায়ক সালমান শাহ..’
চিত্রনায়ক সিয়াম আহমেদ তার প্রোফাইল ফিকচার পরিবর্তন করে তার প্রিয় নায়ক সালমান শাহর ছবি দিয়েছেন।
অভিনেতা জয় চৌধুরী লিখেন, ‘আইডল আজকের দিনে তুমি পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছো। প্রজন্ম থেকে প্রজন্ম তোমাকে মিস ও মনে করবে। আল্লাহ পাকের কাছে দোয়া, আল্লাহ পাক তোমাকে বেহেস্ত নসিব করুক।’
সালমান শাহর কবরের পাশে দাঁড়ানো ছবি শেয়ার করে নায়ক কায়েস আরজু লিখেন, ‘যেখানেই থাকো ভালো থেকো ভাইয়া। মহান আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, আমিন।’
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে এবারের আয়োজন
♥ সালমান শাহ স্মরণে বৈশাখী টেলিভিশনে বিশেষ আয়োজন
♥ সালমান শাহর গান নতুনভাবে গাইলেন পড়শী
টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেন, ‘আজ প্রয়াত নায়ক সালমান শাহ – এর ২৫তম মৃত্যুবার্ষিকী। কিংবদন্তীর কখনো মৃত্যু নেই৷ শ্রদ্ধাভরে স্মরণ করছি এই কিংবদন্তী নায়ককে।’
জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী লিখেন, ‘আজ অমর নায়ক সালমান শাহ্ এর ২৫ তম মৃত্যুবার্ষিকী। আজকের এই দিনে ক্ষণজন্মা এ নায়ককে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। মৃত্যুর ২৫ বছরেও যার আবেদন এতটুকুও ফুরোয়ই নি, তিনি-ই আমাদের সালমান শাহ্। তিনি ভক্ত ও দর্শকের হৃদয়ে বেঁচে থাকবেন হাজার হাজার বছর।’