কালচারাল ইয়ার্ড ডেস্ক :
বাংলা চলচ্চিত্রের রাজকুমার প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ’র মৃত্যুবার্ষিকীতে এক ফেইসবুক স্ট্যাটাস দেন বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। সালমান শাহর ছবি শেয়ার করে সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে দেয়া এই পোস্টে শাকিব লিখেন, ‘সালমান শাহ বাংলাদেশে জন্মেছিলেন সেটাই আমাদের সৌভাগ্য।’
সালমান শাহ স্বরণে চিত্রনায়ক শাকিব খান লিখেন, ‘একজন শিল্পীর মৃত্যুর পর ধীরে ধীরে তার অনুসারীরা ভুলতে শুরু করেন। তবে ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ক্ষেত্রে সেটা একেবারে বিপরীত! অকালে চলে যাওয়ার ২৫ বছর পরেও তার জনপ্রিয়তা আজও আকাশচুম্বী। ’
তিনি লিখেন, ‘৯০ এর দশকে চলচ্চিত্রে সালমান শাহর আবির্ভাব তারুণ্যের উচ্ছ্বাস তৈরি করেছিল। ভক্তদের পাশাপাশি চলচ্চিত্রের মানুষরাও তার স্মৃতিগুলো এখনও লালন করেন। তাই আমার কাছে সালমান শাহ হলেন ভাটির আগে উজানের ঢেউ। তিনি বেঁচে থাকলে হয়তো চলচ্চিত্র মাধ্যমটি আরও বর্ণিল করতে পারতেন। ’
নায়ক সালমান শাহ সম্পর্কিত খবর
♥ স্বপ্নের নায়ক সালমান শাহ
♥ প্রজন্মান্তরের তরুণদের আইকন সালমান শাহ
কিং খান লিখেন, ‘শিল্পীর ভালো কাজের জন্য অনুপ্রেরণার প্রয়োজন হয়। অনুপ্রেরণা থেকে শিল্পীরা নিজেদের সমৃদ্ধ করার চেষ্টা করেন। সালমান শাহর অভিনয় দেখে, তার সিনেমা দেখে আমারও সেই অনুপ্রেরণা হতো! একটা প্রজন্মের কাছে আইডলে পরিণত হয়েছিলেন সালমান শাহ নামের সেই পরশ পাথর, যার ছোঁয়ায় বাংলা চলচ্চিত্রে বিপ্লব ঘটেছিল। ’
তিনি আরও লিখেন, ‘তিনি আমাদের চলচ্চিত্রের এমন ধ্রুবতারা যিনি দূর আকাশে অবস্থান করেও আলোকিত করেন মানুষের হৃদয়। তার মৃত্যুদিন এলে তাই স্বভাবতই আমাদের মন খারাপ হয়ে যায়। আবার কিছুদিন পরেই আসে তার জন্মদিন; তখন আবার এই ভেবে ভালো লাগে যে সালমান শাহ স্বল্পায়ু হলেও অন্তত বাংলাদেশে জন্মেছিলেন সেটাই আমাদের সৌভাগ্য। ’
সালমান শাহর এবারের মৃত্যুবার্ষিকীর আয়োজন
⇒ সালমান শাহ স্মরণে বৈশাখী টেলিভিশনে বিশেষ আয়োজন
⇒ সালমান শাহর গান নতুনভাবে গাইলেন পড়শী
সব শেষে শ্রদ্ধা জানিয়ে শাকিব লিখেন, ‘২৫ তম প্রয়াণ দিবসে প্রিয় নায়ক সালমান শাহকে স্মরণ করছি বিনম্র শ্রদ্ধায়। যেখানেই থাকুন ভালো থাকুন আমাদের সালমান শাহ …’
Salman abog sakib DUI Jon e Sera,amino Sera nayok hote chai