আসছে বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের নতুন গান ‘গুনাহগার’। আগামী বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান ই-মিউজিক থেকে গানটির মিউজিক ভিডিও আকারে প্রকাশ করা হবে।
আসিফ আকবর প্রথমবারের মতো তরুণ গীতিকার এন আই বুলবুলের লেখা গান গাইলেন। গানটির সুর ও সঙ্গীত আয়োজন করেছেন রোহান রাজ। চমৎকার কথা ও সুরে গানটি সাজানো হয়েছে বলে জানান জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী।
গানটি প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘গুনাহগার’ চমৎকার মেলোডিয়াস একটি গান। দারুণ কথামালা দিয়ে সাজানো এটি। দীর্ঘদিন পর একটু ভিন্ন ঘরানার গান গাইলাম। গানের গীতিকার ও সুরকার দু’জনই তরুণ। প্রথম কাজ করেছি তাদের সঙ্গে।’
গানটি নিয়ে ভীষণ আশাবাদী আসিফ। পাশাপাশি উদীয়মান এই ২ তরুণদের প্রতি শুভকামনা জানান তিনি।
গানটির গীতিকার এন আই বুলবুল বলেন, ‘আসিফ ভাইয়ের জন্য গান করতে পারা সত্যি অনেক আনন্দের। প্রথমবারের মতো তিনি আমার কথায় কণ্ঠ দিয়েছেন। আমি চেষ্টা করেছি ভালো কিছু কথায় গানটি সাজাতে। সুরকার কথার সাথে সমন্বয় করে দারুণ সুর করেছেন।’