সময়ের আলোচিত অভিনেতা রাশেদ মামুন অপু। বৈচিত্রপূর্ণ অভিয়ের মাধ্যমে ইতোমধ্যে জয় করেছেন দর্শক হৃদয়। এবার আসছে রাশেদ মামুন অপু নতুন নাটক ‘লুডু মাস্টার’।
মাহফুজ ইসলামের গল্প ভাবনা, চিত্রনাট্যে নির্মিত হচ্ছে নাটকটি। এতে মূখ্য চরিত্রে দেখা যাবে রাশেদ মামুন অপুকে। এছাড়া বিভিন্ন চরিত্রে শাকিলা আকতার, মুকিত জাকারিয়া, হারুন রশিদ, কেয়া মনি, বাদল, শেখ স্বপ্না, ইমরান হাসু, প্যারিস ও আনোয়ার হোসেনসহ আরও অনেক অভিনয় করবেন।
ইতোমধ্যে নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে। সম্প্রতি পুবাইলে পনিরের বাড়িতে শেষ হয় এই একক নাটকটির শুটিং।
‘নন্দনপুর গ্রামের সুদের কারবারি শাহলম মোল্লার ছেলে সুজন মোল্লা। বাবার প্রচুর টাকা। পড়াশোনা করে না। শুধু খায়-দায় আর ঘুরে বেড়ায়। তার কাজ একটাই- লুডু খেলা। গ্রামের আবাল-বৃদ্ধ-বনিতা সবার সাথেই লুডু খেলে। কখনো বাজি ধরে, আবার কখনো বাজি ছাড়াই। কাউকে না পেলে একা একাই খেলে। তাই সবাই তাকে লুডু মাস্টার বলে ডাকে। লুডু মাস্টার তারই গ্রামের সুমাইয়াকে খুব পছন্দ করে। ’- এমনই গল্পে নির্মিত হয়েছে নাটকটি।
জানা গেছে, শিঘ্রই একটি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।