ঢাকাই চলচ্চিত্রের মিয়া ভাই খ্যাত চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। জটিল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবৎ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।
ফারুকের শারীরিক অবস্থার উন্নতি ঘটায় তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে বলে জানান তার একমাত্র ছেলে শরৎ। তিনি জানান, চিত্রনায়ক ফারুক প্রতিনিয়তই সুস্থ হয়ে উঠছেন। চিকিৎসক বলেছেন, তিনি পূর্ণ সুস্থ হবেন, তবে ধীরে ধীরে।
এখন কেবিনে থেকেই ফারুকের চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে ওই হাসপাতালে ডা. লাইয়ের তত্ত্বাবধানে আছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেতা।
সেখানে ভর্তি হওয়ার পর বেশ কিছুদিন আইসিইউতে ছিলেন। তার শারীরিক অবস্থার উন্নতির কারণে পরে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।
ফারুকের সর্বশেষ অবস্থা সম্পর্কে শরৎ গণমাধ্যমকে বলেন, ‘এখন মাঝে মধ্যেই টেলিফোনে আব্বুর সঙ্গে কথা হয়। আমাদের খোঁজখবর নেন। সবার কুশলাদি জানতে চান। তখন মনে হয় তিনি একেবারেই সুস্থ। আব্বুর অবর্তমানে তার ব্যবসায়িক কাজগুলো আমি এবং আমার বোন পরিচালনা করছি। তবে রাজনৈতিক কার্যক্রম বন্ধ হয়ে আছে। তিনি ফিরলেই সেগুলো আবার সক্রিয় হবে।’
সকলের কাছে তার বাবার জন্য দোয়া চেয়েছেন তিনি।
এদিকে নায়ক ফারুকের সাথে তাকে দেখাশুনা করার জন্য সার্বক্ষণিক সিঙ্গাপুরে অবস্থান করছেন তার স্ত্রী ফারহানা ফারুক।