চলতি মাসের শেষের দিকে শুটিংয়ে ফিরবেন সদ্য বিবাহিত টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বিয়ে পরবর্তী নানা আনুষ্ঠানিকতা নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন তিনি। নতুন জীবন শুরু করে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান জনপ্রিয় এই তারকা।
পারিবারিক বিভিন্ন আনুষ্ঠানিকতা মধ্য দিয়ে অন্যরকম ব্যস্ততা যাচ্ছে অপূর্বর। কখনও বউয়ের বাড়ি, কখনও নিজের বাড়ি, আবার কখনও অন্য কোনো আত্মীয়ের বাড়িতে যেতে হচ্ছে তাকে। স্ত্রীকে নিয়ে সামাজিক আচারগুলো মেইনটেইন করেই তার সময় পার হয়ে যাচ্ছে।
করে থেকে শুটিংয়ে ফিরবেন জানতে চাইলে অপূর্ব বলেন, ‘শুটিংয়ে ফিরতে একটু দেরি হবে। সারা বছর তো কাজ নিয়ে থাকি। এখন নতুন জীবনে প্রবেশ করার কারণে অন্যরকম ব্যস্ততা যাচ্ছে। আশা করছি, এ মাসের শেষের দিকে কাজে ফিরতে পারব। পরিচালকদের সঙ্গে সেভাবেই কথা হয়েছে।’
এদিকে বৈশ্বির মহামারীর কারণে আপাতত হানিমুনের কোন পরিকল্পনা নেই বলে জানান তিনি।
উল্লেখ্য, জিয়াউল ফারুক অপূর্ব’র এটি তৃতীয় বিয়ে। প্রথম বিয়ে করেছিলেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। বেশি দিন টিকে নি সেই সংসার। এরপর নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন। গত বছর ভেঙে যায় তাদের ৯ বছরের দাম্পত্য জীবন। তাদের আয়াশ নামের একটি পুত্র সন্তান রয়েছে।