আবারও বিয়ে করলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত কয়েক মাসের গুঞ্জন এবার সত্যি হলো। সোমবার প্রথম প্রহরেই বিয়ের কাজটা সেরেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন এই চিত্রনায়িকা নিজেই।
রোববার দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে বিয়ের ছবি পোস্ট করে মাহিয়া মাহি লিখেন, ‘আলহামদুলিল্লাহ। আজ ১৩/০৯/২১ ইং ১২:০৫ মি: আমাদের বিবাহ সম্পন্ন হলো। এর আগের সব কথা আসলেই গুজব ছিলো। সবাই আমাদের জন্য দোয়া করবেন এটাই একমাত্র চাওয়া।’
বর গাজীপুরের কামরুজ্জামান সরকার রাকিব। পেশায় তিনি রাজনীতিবিদ ও ব্যবসায়ী।
রোববার মাহির নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন তার সাবেক স্বামী পারভেজ মাহমুদ অপু। তিনি গণমাধ্যমকে বলেন, ‘মাহির নতুন জীবনের জন্য শুভকামনা। আমার চাওয়া তারা ভালো থাকুক। তার জন্য আমার অনেক অনেক দোয়া ও শুভ কামনা। ’
মাহির বর সম্পর্কে তিনি বলেন, ‘মাহির দ্বিতীয় স্বামী রাকিবকে আমি আগে থেকেই চিনি। মাহি আমার সাথে তাকে বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। আমরা বিভিন্ন সময় এক সাথে ঘুরেছি। রাকিবের প্রথম ঘরে এক ছেলে ও এক মেয়ে আছে। সবকিছু জেনেই মাহি বিয়ে করেছেন। বর্তমানে আগের ঘরের সন্তানদের সাথেই আছেন মাহি।’