শুটিং শুরু হয়েছে শাকিব খান ও পূজা চেরি অভিনীত ‘গলুই’ সিনেমার। এই সিনেমার মাধ্যমে প্রায় পাঁচ বছর পর আবারও সিনেমার গান করছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ। শাকিব-পূজার ‘গলুই’ সিনেমার টাইটেল সংয়ে হাবিব কণ্ঠ দিচ্ছেন। সিনেমার পরিচালক এস এ হক অলিক বিষয়টি নিশ্চিত করেছেন।
‘গলুই যেমন নদীর বুকে / জলের পথ আকেঁ, তেমনি আমি পাশে রবো / তোমার প্রেমের ডাকে।’ এমনই কথামালায় গানটি লিখেছেন সোহেল আরমান। সুর ও সঙ্গীতায়োজন করেছেন হাবিব নিজেই। এতে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন কণ্ঠশিল্পী জারিন।
সম্প্রতি হাবিবের নিজস্ব স্টুডিওতে ‘গলুই’র টাইটেল গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এ প্রসঙ্গে ‘গলুই’ সিনেমার নির্বাহী প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) হাবিবের গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। বরাবরের মতোই হাবিব দুর্দান্ত গেয়েছেন। আমার বিশ্বাস গানটি সবার মন ছুঁয়ে যাবে। ’
নদীমাতৃক জনপদের জীবনযাত্রা, নৌকাবাইচ ও পারিপার্শ্বিক গল্পে নির্মিত হচ্ছে সরকারি অনুদানের এই ‘গলুই’ সিনেমা।
এই সিনেমায় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের সাথে প্রথমবারের মত জুটি বাঁধছেন চিত্রনায়িকা পূজা চেরি। এছাড়াও এটি হতে যাচ্ছে শাকিব খান অভিনীত প্রথম সরকারি অনুদানের সিনেমা।