সময়ের ব্যস্ততম নায়ক শাকিব খান। গত প্রায় ২ দশক ধরে বিভিন্ন সময় নানা কারণে শিডিউল সমস্যায় পড়তে হতো তাকে। এবার ঘটলো ব্যতিক্রমী দীর্ঘদিন পর কোন চলচ্চিত্রকে আনলিমিটেড শিডিউল দিলেন তিনি।
অপরদিকে এই প্রজন্মের তরুণ জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরিও করলেন একই কাজ। ‘গলুই’ ছবির জন্য আনলিমিটেড শিডিউল দিলেন শাকিব-পূজা – এমনটাই জানালেন সিনেমাটির নির্বাহী প্রযোজক খোরশেদ আলম খসরু।
তিনি জানান, শাকিব খান ‘গলুই’ সিনেমার জন্য আনলিমিটেড শিডিউল দিয়েছেন। তিনি (শাকিব) বলেছেন, চলচ্চিত্রটির দৃশ্যধারণ করতে যত দিন লাগে ততদিন তিনি সময় দিবে। পূজা চেরিও বলেছে, যতদিন প্রয়োজন তিনি শিডিউল দেবেন।
এস এ হক অলিক পরিচালিত ‘গলুই’ চলচ্চিত্রে শাকিব খানের সাথে প্রথমবারের মত জুটি বাঁধছেন চিত্রনায়িকা পূজা চেরি। ২০২০-২১ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত এ ছবিতে নন্দিত অভিনেতা আজিজুল হাকিম, জনপ্রিয় অভিনেতা আলীরাজ, সূচরিতাসহ আরও অভিনয় করছেন।
গত বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) টাঙ্গাইলের মহেরায় শুরু হয়েছে সিনেমাটির দৃশ্যধারণ। এরপর জামালপুর ও ঝালকাঠির বিভিন্ন এলাকায় সিনেমাটির দৃশ্যধারণ করা হবে বলে জানিয়েছেন নির্বাহী প্রযোজক খসরু।
নদীমাতৃক জনপদের জীবনযাত্রা, নৌকাবাইচ ও পারিপার্শ্বিক গল্পে নির্মিত হচ্ছে সরকারি অনুদানের এই ‘গলুই’ সিনেমা। এটি হতে যাচ্ছে শাকিব খান অভিনীত প্রথম সরকারি অনুদানের সিনেমা।
এই সিনেমার মাধ্যমে প্রায় পাঁচ বছর পর আবারও সিনেমার গান করছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ। শাকিব-পূজার ‘গলুই’ সিনেমার টাইটেল সংয়ে হাবিব কণ্ঠ দিচ্ছেন। জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎও এই সিনেমার গানে কন্ঠ দিবেন।