কালচারাল ইয়ার্ড ডেস্ক :
বৈশ্বিক মহামারীর নানা প্রতিবন্ধকতা পেরিয়ে চার মাসে শেষ হলো শাকিব খান ও শবনম বুবলি অভিনীত ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার দৃশ্যধারণ। শনিবার (২৫ মে) ধামরায়ে ফিল্ম সিটিতে শুটিং শেষ হয়েছে বলে জানিয়েছেন চলচ্চিত্রটির নির্মাতা তপু খান।
তপু খান বলেন, ‘আলহামদুলিল্লাহ, অবশেষে ‘লিডার,আমি বাংলাদেশ’ সিনেমার শুটিং শেষ হলো। পুরো টিমের কাছে আমি কৃতজ্ঞ। সবার সহযোগিতায় কঠিন মুহুর্তেও শুটিং শেষ করা সম্ভব হয়েছে।’
এই সিনেমায় শাকিব খানের অভিনয় ও ডেডিগেশন প্রসঙ্গে তিনি বলেন, ‘শাকিব ভাইয়ের ডেডিগেশন দেখে আমি মুগ্ধ। তিনি সিনেমাটি শেষ করতে আমার দৃষ্টিতে সর্বোচ্চ ছাড় দিয়েছেন। তার উপরে তার অভিনয়ের কারিশমা অসাধারণ। তিনি এমনি এমনিই সুপারস্টার হন নি।’
চিত্রনায়িকা বুবলি প্রসঙ্গে নির্মাতার ভাষ্য, ‘সিনেমাটির নায়িকা বুবলি এক কথায় অসাধারণ একজন মানুষ। তার থেকে যে সহযোগিতা পেয়েছি, তা বলার মতো নয়।’
এদিকে সিনেমাটি প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘বেশ ভালো গল্পের সিনেমা এটি। এতে সমাজ সতেচনামূলক অনেক বার্তা থাকবে। শুটিং শেষ করে মনে হয়েছে, ভালো একটি সিনেমা হয়েছে। দর্শকরা যেমন চলচ্চিত্র চান, এটি তেমন হবে- এমনটাই প্রত্যাশা ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়কের।
চিত্রনায়িকা বুবলী বলেন, ‘আমি বরাবরই চরিত্রকে প্রাধান্য দিয়ে চলচ্চিত্রে অভিনয় করছি। এটিও তেমনই। চরিত্রের মাধ্যমে ভিন্নরূপে দর্শকের সামনে আসছি এই এতে। দৃশ্যধারণ শেষ করে ভালো লাগছে। আশা করছি, দর্শকদের কাছে সিনেমাটি ভালো লাগবে।’
বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমায় শাকিব-বুবলী ছাড়াও মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, মাসুম বাশার, মিলি বাশার, প্রীতি, রিমু রেজা খন্দকার, সীমান্তসহ আরও অনেকে অভিনয় করেছেন।
সিনেমাটির শুটিং পার্ট শেষ হলেও এখন দুটি গানের দৃশ্যধারণ বাকী রয়েছে। এ প্রসঙ্গে পরিচালক জানান, সুবিধা মোতাবেকে শিডিউল মিলিয়ে গান দু’টির শুটিং শিগ্রই শেষ করবেন তিনি।