শিডিউল জটিলতায় ‘জখম’ ছাড়লেন অপু, যুক্ত হলেন শ্রাবন্তী
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক :
শিডিউল জটিলতায় ‘জখম’ সিনেমা ছাড়লেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। তার স্থানে যুক্ত হলেন টলিউডের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক অপূর্ব রায়।
এ প্রসঙ্গে অপূর্ব রায় বলেন, ‘জখম চলচ্চিত্রে প্রথমে অপু বিশ্বাসের অভিনয় করার কথা ছিল। কিন্তু, অপু বিশ্বাস সরে দাঁড়িয়েছেন বলে শ্রাবন্তী অভিনয় করবেন। শ্রাবন্তীর সাথে গত মাসের ১১ তারিখ বিস্তারিত কথা হয়েছে। আশা করছি, আগামী এ মাসের মাঝামাঝিতে তাকে নিয়ে শুটিং শুরু করতে পারবো।’
বিষয়টি জানতে চাইলে শ্রাবন্তীর ম্যানেজার সুমনের বলেন, ‘দিদির সঙ্গে মৌখিক কথা হয়েছে। কিন্তু, লিখিত কোনো চুক্তি হয়নি। দিদি যে পারিশ্রমিক চেয়েছেন প্রাথমিকভাবে তারা দিতে রাজি হন নি। আজ শনিবার পর্যন্ত কোনো চুক্তি হয়নি।’
এদিকে ‘জখম’ সিনেমা ছাড়া প্রসঙ্গে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, ‘আমার খুব ইচ্ছা ছিল ‘জখম’ সিনেমায় অভিনয় করার। কিন্তু শিডিউল জটিলতার কারণে সেটা সম্ভব হলো না। আমি তো আর অন্য ছবির শিডিউল ফাঁসিয়ে দিয়ে এই ছবিটি করতে পারি না। তবে এই চলচ্চিত্রটির জন্য সবসময় শুভ কামনা থাকবে।’
শাপলা মিডিয়া প্রযোজিত পারিবারিক–থ্রিলার ঘরানার এই সিনেমায় জায়েদ খানের নায়িকা হচ্ছেন শ্রাবন্তী। যৌথ নির্মাতা অপূর্ব-রানা পরিচালিত ‘জখম’ সিনেমায় দেখা যাবে তাদের রসায়ন। এছাড়াও এতে জায়েদের বড় বোনের চরিত্রে কলকাতার আরেক অভিনেত্রী ঋতুপর্ণা সেন গুপ্তের অভিনয়ের খবর বেরিয়েছিলো। প্রযোজনা প্রতিষ্ঠান বলছে, শিডিউল জটিলতার কারণে তিনি সিনেমাটি করতে পারবেন কি না-তা এখনও নিশ্চিত হওয়া যায় নি।
এরআগে এই প্রযোজনা প্রতিষ্ঠানের ‘বিক্ষোভ’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন শ্রাবন্তী।