ঢাকাই চলচ্চিত্র ও বাস্তব জীবনের তারকা জুটি ওমর সানী-মৌসুমী। দেশের দর্শকদের কাছে নব্বই দশক থেকে শুরু করে এখন পর্যন্ত জনপ্রিয় এই জুটি। এবার আসছে ওমর সানী-মৌসুমী দম্পতির নতুন বিজ্ঞাপন।
‘তাসা অ্যান্ড তোহা হেয়ার অয়েল’ নামের একটি তেলের বিজ্ঞাপনে তাদের দেখা যাবে। এটি পরিচালনা করছেন তোহা মোরশেদ। ইতোমধ্যে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে বিজ্ঞাপনটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।
এ প্রসঙ্গে বিজ্ঞাপনটির নির্মাতা তোহা মোরশেদ বলেন, ‘সানী ভাই ও মৌসুমী আপু দু’জন আমার অনেক প্রিয় এবং শ্রদ্ধার মানুষ। তারা আমার ওপর আস্থা রেখে আবারও আমার সঙ্গে কাজ করেছেন, এটা সৌভাগ্য বলা চলে। বিষয়টি অবশ্যই আমার কাছে পুলকিত হওয়ার এবং ভালো লাগারও বটে।’
চিত্রনায়ক ওমর সানী বলেন, ‘বলতে গেলে নির্মাতা তোহা আমাদের নিজেদেরই মানুষ। ভালোভাবে যত্ন নিয়ে ‘তাসা অ্যান্ড তোহা হেয়ার অয়েল’-এর বিজ্ঞাপনটি নির্মাণ করার চেষ্টা করেছে। আশা করছি, বিজ্ঞাপণটি সবার ভালো লাগবে।’
প্রিয়দর্শিনী মৌসুমী বলেন, ‘বিজ্ঞাপনটিতে কাজ করতে গিয়ে মনে হয়েছে পরিবারের মধ্যে কাজ করছি। কারণ, এর আগে তোহা সানীর প্রযোজনা সংস্থা থেকে টেলিফিল্ম নির্মাণ করেছিল। সেই টিমটিই আমরা আবার একসঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেছি। তোহার প্রতি, তার কাজের প্রতি আমাদের আস্থা আগে থেকেই ছিলো। যে কারণে বিজ্ঞাপনটিতে কাজ করতেও ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করেছি। গল্পটা আমরা আলোচনা করেই তৈরি করেছি। সবমিলিয়েই একটি টিম ওয়ার্কের মধ্য দিয়ে একটি ভালো কাজই হয়েছে আমার মনে হচ্ছে।’
জানা গেছে, পোস্ট প্রোডাকশনের কাজ শেষে শিঘ্রই বিজ্ঞাপনটি দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হবে।
ওমর সানী-মৌসুমী বর্তমানে জাহিদ হোসানের ‘সোনার চর’ সিনেমার শুটিং করছেন। এর কিছুদিন আগেই এই জুটি জাহিদ হোসেনের পরিচালিত ‘মাতৃত্ব’ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিয়েছেন।
চলতি বছরের শেষের দিকে ওমর সানী জাহিদ হোসেনের ‘জাগরণ’ সিনেমায় কাজ করবেন। অপরদিকে নির্মাতা আশুতোষ সুজনের ‘দেশান্তর’ সিনেমায় কাজ করছেন মৌসুমী।