প্রথমবারের মত এক সাথে গান গাইলেন অভিনেতা ও সঙ্গীতশিল্পী ফজলুর রহমান বাবু ও সালমা আক্তার। বাবু ও সালমার নতুন গান ‘সখী’ ।
গানটি লিখেছেন তারেক আনন্দ। সুর ও সঙ্গীতায়োজন করেছেন এমএমপি রনি।
শুক্রবার রাতে গানটি প্রকাশ হয়েছে। সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে গানের মিউজিক ভিডিওটি অবমুক্ত করা হয়েছে।
গানটি প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, ‘শ্রোতারা চমৎকার সুরের গান পছন্দ করেন। এই গানটির সুর ও কথা আমার খুবই ভালো লেগেছে, স্বাচ্ছন্দ্যে গানটি গাইতে পেরেছি।’ গানটি শ্রোতাদের ভালো লাগবে এমনটাই প্রত্যাশা করেন তিনি।
কণ্ঠশিল্পী সালমা বলেন, ‘বাবু ভাইয়ের সাথে এই প্রথম ডুয়েট গান করলাম। ভালো লাগার মতো একটি গান সখী । ’
গীতিকার তারেক আনন্দ বলেন, ‘দু’জনের গায়কী মাথায় রেখেই গানের কথা লিখেছি। সেভাবেই সুর করেছেন এমএমপি রনি।
গানটি শ্রোতারা পছন্দ করবেন বলে আশা প্রকাশ করেন এই জনপ্রিয় গীতিকার।