নতুন চার নাটকে অভিনয় করলেন চিত্রনায়িকা ও অভিনেত্রী তানিন সুবহা । সম্প্রতি নাটকগুলোর দৃশ্যধারণ শেষ হয়েছে।
সব ক’টি নাটকই নির্মিত হয়েছে ফাইভ স্টার ড্রামার ব্যানারে। রাজশাহী, বগুড়া ও রংপুরের বিভিন্ন লোকেশনে নাটকের দৃশ্যধারণ করা হয়েছে।
নাটকগুলো হলো- মাতাল প্রোডাকশন, শালি বউ, লাভার ৪২০ ও দ্য জঙ্গল। চারটি নাটকেই মূখ্য চরিত্রে দেখা যাবে তাকে। তার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ও পরিচালক সিদ্দিকুর রহমান।
নাটকগুলোতে সিদ্দিক-সুবহা ছাড়াও পিংকি, ইমরান হোসাইন আজান, সাইফ সাইফুলসহ আরও অনেকেই অভিনয় করেছেন।
সিদ্দিকুর রহমান পরিচালিত এই নাটকগুলো খুব শিঘ্রই ইউটিউবে প্রচারিত হবে।
এ প্রসঙ্গে তানিন সুবহা জানান, কাজগুলো নিয়ে আমি বেশ আশাবাদী। করোনার পরে ঢাকার বাহিরের জেলায় প্রথম কাজ করলাম। ফাইভ স্টার ড্রামার টিমের সবাই মিলে আনন্দের সাথে কাজ করেছি। গ্রামীন গল্পের প্রেক্ষাপটে নির্মিতব্য নাটকগুলি। এই কাজের সাথে যারা ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞ। ফাইভ স্টার ড্রামার টিমের প্রথম কাজ আমি করলাম। শুভ কামনা তাদের জন্য। আশা করছি, তারা এভাবেই আরও ভালো ভালো কাজ সবাইকে উপহার দিবে।’
তানিন সুবহা বর্তমানে সিনেমা, নাটক, টেলিফিল্ম, ওয়েব সিরিজ, মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।