কালচারাল ইয়ার্ড ডেস্ক :
বর্ষিয়ান অভিনেতা, নাট্যকার, লেখক, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. ইনামুল হক ইন্তেকাল করেছেন। কিংবদন্তি এই অভিনেতার মৃত্যুতে চলচ্চিত্র, নাটকসহ সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
তাঁকে নিয়ে ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানাচ্ছে অনেকেই। আবার কেউ কেউ করছেন স্মতিচারণ। পাশাপাশি সবাই তার পরকালীন শান্তি কামনা করছেন।
চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু লিখেছেন, ‘খ্যাতিমান শিক্ষক, নাট্যকার, নির্দেশক, অভিনেতা, একুশে পদকে ভূষিত ড. ইনামুল হক আর নেই ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। অনেক শ্রদ্ধা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’
নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘পরপারে শান্তিতে থেকেন, ভালো থেকেন ইনামুল হক আংকেল! এত তাড়াতাড়ি চলে গেলেন আপনি? হারানোর পাল্লা ভারী হচ্ছে আমাদের…’
চলচ্চিত্র নির্মাতা রফিক সিকদার লিখেছেন, ‘বিশিষ্ট অভিনেতা- সর্বজন শ্রদ্ধেয় ড. এনামূল হক আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। প্রিয় অভিনেতার বিদেহী আত্মার শান্তি কামনাসহ তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। একই সঙ্গে তাঁর বর্ণাঢ্য কর্মময় স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।’
অভিনেত্রী তানভিন সুইটি লিখেছেন, ‘আমাদের প্রিয় অভিনেতা ড. ইনামুল হক আজ দুপুরে ইন্তেকাল করেছেন… ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা রইলো আঙ্কেল। কতো নাটকে আমার বাবা ছিলেন আপনি। আপনার আত্নার শান্তি কামনা করছি।’
জনপ্রিয় অভিনেতা, নাট্য পরিচালক ও টিভি নাটকের প্রযোজক কচি খন্দকার লিখেছেন, ‘শোক জানাবার ভাষা নেই, প্রিয় মানুষ, নাট্যজন শ্রদ্ধাভাজন ড. ইনামুল হক চিরবিদায় নিয়েছেন। তার আত্মার শান্তি কামনা করি।’
অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন, ‘গভীর শোক এবং শ্রদ্ধা! ড. ইনামুল হক স্যার আর নাই। এত এত মৃত্যু আল্লাহ! সব অভিভাবক এক সাথে চলে যাচ্ছে! ভাবতে পারছি না কিচ্ছু! সুস্থ মানুষ! কিভাবে কি! তিনি অত্যন্ত ভাল মানুষ। তুমি তাঁকে শান্তিতে রেখো……’
অভিনেতা ড. ইনামুল হক সম্পর্কিত আরও খবর
⇒ না ফেরার দেশে অভিনেতা ড. ইনামুল হক
চিত্রনায়ক নিরব লিখেছেন, ‘স্যারের সঙ্গে আমার ছোট ছোট অনেক স্মৃতি। কিন্তু একটি স্মৃতি আমার মধ্যে ভীষণভাবে নাড়া দিচ্ছে। প্রায় ছয় বছর আগে ড. ইনামুল হক স্যারকে তার বাসা থেকে নিয়ে একবার শুটিংয়ে গিয়েছিলাম। শুটিং ছিল পূবাইলে। যাওয়ার সময় রাস্তায় আমার গাড়ি নষ্ট হয়ে যায়। স্যার গাড়িতে বসা ছিলেন। গাড়ির চেয়ে স্যারকে নিয়ে চিন্তাই পড়ে যাই। নষ্ট গাড়িতে তাকে রাখবো কোথায়? রাস্তায় এক ঘণ্টা অপেক্ষা করেছেন। উনি চমৎকারভাবে আন্তরিকতার মাধ্যমে ওই সময়টা ম্যানেজ করেছিলেন। ড. ইনামুল হক ছিলেন অমায়িক একজন মানুষ। আমাকে ভীষণভাবে স্নেহ করতেন। দেখা হলে মাথায় হাত দিয়ে দোয়া করতেন। তাঁর চলে যাওয়া আমাকে প্রচণ্ড ব্যথিত করেছে। স্যারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। যেখানে থাকবেন ভালো থাকবেন স্যার।’
আক্ষেপ করে অভিনেতা সুজাত শিমুল লিখেছেন, ‘স্যার আপনার উপর আমার ডকুমেন্টারি নির্মান করার স্বপ্নটা এইভাবেই নিভে গেলো! শ্রদ্ধা ও ভালোবাসায় আপনি ভালো থাকুন। আপনার আত্মার চির শান্তি কামনা করছি।’
চিত্রনায়িকা জাহারা মিতুকে লিখেছেন, ‘মনটাই খারাপ হয়ে গেলো…… কতো মনোযোগ দিয়ে আপনার কথা শুনতাম, একবার বলেছিলেন, এই মেয়ে ঠিক করে কাজে মন দিবেন। ডিজাইনিংয়ে ফেরত যাবার দরকার নেই, আপনাকে আমাদের মিডিয়ার দরকার। ভালো পড়ালেখা জানা মেয়ের দরকার। শুধু এই জায়গাটাকে ভালোবাসবেন, এই জায়গাটা আপনাকে নিজ থেকেই আপন করে নিবে। মনে থাকবে? সারাজীবন মনে থাকবে আপনার কথাগুলো। একদম লাইন বাই লাইন মনে থাকবে। ড. এনামুল হক স্যার। আল্লাহ আপনাকে জান্নাত নসীব করুক।’
অভিনেতা জামিল হোসেন লিখেছেন, ‘আমাদের অসম্ভব প্রিয় মানুষ আর নেই… দেখা হলে এতো সুন্দর করে কথা বলতেন … ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।’