শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ভাবার মানুষের অভাব নেই : শাকিব খান
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক :
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান বলেছেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ভাবার মানুষের অভাব নেই । আমি আপাতত কিছু ভাবছি না। নির্বাচনে আমার কোনো প্যানেলও থাকছে না। সমিতিকে এতোটা গুরুত্বপূর্ণ ভাবারও কোনো মানে দেখছি না। এখন গুরুত্বপূর্ণ হচ্ছে সিনেমা।’
শিল্পী সমিতির নির্বাচন প্রসঙ্গে গণমাধ্যকে দেয়া এক সাক্ষাতকারে এসব কথা বলেন দুইবার নির্বাচিত সাবেক এই সভাপতি। এসময় তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আমার প্রত্যাশা থাকবে সবাই সিনেমার দিকেই মনোযোগী হোক।’
উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘সিনেমা না থাকলে এসব সমিতি-টমিতি কিছুই থাকবে না।’
শাকিব খান মনে করেন, ‘নির্বাচন দিয়ে না ইন্ডাস্ট্রিকে শুটিং দিয়ে, সিনেমা দিয়ে বিজি রাখতে হবে।’
ইন্ডাস্ট্রি সচল রাখতে তিনি এখন ব্যাক টু ব্যাক কাজ করবেন বলেও অঙ্গিকার ব্যক্ত করেন ঢালিউডের কিং খান খ্যাত এই নায়ক।
২০১৯ সালের ২৫ অক্টোবর অনুষ্ঠিত হয়েছিলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। ৩০ অক্টোবর মিশা-জায়েদের নেতৃত্বে নির্বাচিতরা শপথ নেন। সে হিসেবে এ মাসেই শেষ হচ্ছে বর্তমান কমিটির মেয়াদ। ফলে সমিতির নির্বাচন নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা।
বর্তমানে শাকিব খান এস এ হক অলিক পরিচালিত ‘গলুই’ সিনেমার শুটিং করছেন।