প্রকাশিত হলো আসিফ আকবরের ব্যতিক্রমী গান ‘হে প্রভু’
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক :
প্রকাশিত হলো বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের ব্যতিক্রমী গান ‘হে প্রভু’। প্রার্থনাধর্মী এই গানটির দুটি ভার্সন ইতোমধ্যেই ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটির আরও দু’টি ভার্সন প্রকাশিত হবে বলে জানান প্রযোজক ও গায়ক ওমর ফারুক।
তিনি জানান, ‘হে প্রভু’ গানটির মোট চারটি ভার্সন। একটা আসিফ আকবর ও আমার যৌথ, আসিফ আকবরের একক একটি, আমার একক দুইটি; একটি মিউজিক্যাল ভার্সন আর একটি ডফ (নো মিউজিক ) ভার্সন। ইতোমধ্যেই ডুয়েট ও আসিফ আকবরের একক গানটি প্রকাশিত হয়েছে। আমার একক দুটিও শীঘ্রই প্রকাশিত হবে।
গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সঙ্গীত আয়োজন করেছেন রাজা কাশিফ। মিউজিক ভিডিও আকারে এএসবি ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে। ভিডিও ডিরেক্টর সম্রাট আজাদ। প্রযোজনা প্রতিষ্ঠান পিংক হাওয়ার বাংলাদেশ ও ইমোশন লন্ডন।
গানটি প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘কবির বকুল ভাই সেরা গীতিকবিদের একজন। তিনি তার নিজের নামের প্রতি সুনাম রেখেই গানটি লিখেছেন। রাজা ক্যাশেফ সবসময়ই মেলোডি গান তৈরি করেন। এবারই প্রথম তিনি আমার জন্য প্রার্থনা সঙ্গীত তৈরি করেছেন।’