কালচারাল ইয়ার্ড ডেস্ক :
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। কিছুদিন পরই হ্যাকারদের কবলে পড়েন তিনি। তারা শাবনূরের সকল আইডি, পেইজ ও চ্যানেল তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।
দীর্ঘ চেষ্টার পর অবশেষে ফেইসবুক প্রোফাইল, পেইজ ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরে পেলেন তিনি। তবে ইউটিউব চ্যানেলটি হ্যাকাররা নষ্ট করে দিয়েছে বলে জানান শাবনূর।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় ১২টার দিকে তার ফেইসবুক পেইজ থেকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।
শাবনূর লিখেছেন, ‘প্রিয় বন্ধু ও ফলোয়ারস, আপনাদের আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমার ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পুরো নিয়ন্ত্রণ এখন আমার কাছে। তবে হ্যাকিংয়ের কারণে আমি আমার ইউটিউব চ্যানেলটা ফেরত পাচ্ছি না।’
তিনি আরও লিখেছেন, ‘যদিও হ্যাকাররা আমার চ্যানেল নষ্ট করেছে, কিন্তু তারা তো আমাকে আপনাদের থেকে দূরে রাখতে পারবে না। ইনশা আল্লাহ, শিগগিরই আমি আমার ভক্তদের সঙ্গে যুক্ত থাকার জন্য নতুন ইউটিউব চ্যানেল নিয়ে ফিরে আসবো।’
আরও পড়ুন : সাবধান করেছেন শাবনূর, না শোধরালে আইনি ব্যবস্থা
এর আগে, সম্প্রতি নিজ ভক্ত-অনুরাগীদের সাথে দূরত্ব ঘোচাতে অভিনয় ছেড়ে দীর্ঘদিন প্রবাস জীবন কাটানো এই জনপ্রিয় নায়িকা প্রথমে ইনস্টাগ্রাম, তারপর ফেইসবুকে সক্রিয় হয়েছিলেন।
সর্বশেষ এবার তৈরি করছেন নিজস্ব ইউটিউব চ্যানেল।