কালচারাল ইয়ার্ড ডেস্ক :
কিংবদন্তি সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুবার্ষিকী আজ । ২০১৮ সালের ১৮ অক্টোবর না ফেরার দেশে পারি জমান বাংলা ব্যান্ড সঙ্গীতের এই দিকপাল।
মৃত্যুবার্ষিকীতে কালচারাল ইয়ার্ড পরিবার তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছে।
১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন আইয়ুব বাচ্চু । তিনি একাধারে গায়ক, লিড গিটারিস্ট, গীতিকার, সুরকার ও প্লেব্যাক শিল্পী।
শ্রোতা-ভক্তদের কাছে ‘এবি’ নামে পরিচিত ছিলেন তিনি। তাঁর ডাকনাম রবিন। তিনি মূলত রক ধাঁচের কণ্ঠের অধিকারী ছিলেন। কিন্তু তিনি আধুনিক, ক্লাসিকাল সঙ্গীত এবং লোকগীতি গেয়েও শ্রোতাদের মুগ্ধ করেছেন।
আইয়ুব বাচ্চুর অসংখ্য জনপ্রিয় গান তিন দশক ধরে মানুষে হৃদয়ে স্থান করে নেয়। এর মধ্যে ‘এই রূপালি গিটার ফেলে একদিন’ সেরাদের সেরা সুর হয়ে বিরাজমান। এছাড়া তাঁর গানগুলো যেমন ‘সেই তুমি কেন এতো অচেনা হলে’, ‘এক আকাশের তারা তুই একা গুনিসনি’, ‘এখন অনেক রাত’, ‘উড়াল দেবো আকাশে’, ‘আমি বারো মাস তোমায় ভালোবাসি’, ‘হাসতে দেখো গাইতে দেখো…’ কালের স্বাক্ষী হয়ে তরুণদের নষ্টালজিকতায় ভাসায়।
তাঁর সঙ্গীতযাত্রা শুরু হয় ১৯৭৮ সালে ‘ফিলিংস ব্যান্ড’র সাথে । জনপ্রিয় ব্যান্ড ‘সোলস’র সাথে যুক্ত হন ১৯৮০ সালে। সেখানে ছিলেন ১০ বছর। এরপরে ১৯৯১ সালে তিনি গঠন করেন ‘এল আর বি’ ব্যান্ড।
আইয়ুব বাচ্চুর গাওয়া প্রথম গান ‘হারানো বিকেলের গল্প’। প্রথম অ্যালবাম ‘রক্ত গোলাপ’। তাঁর ষোলটি একক অ্যালবাম রয়েছে। সোলস থেকে চারটি ও এলআরবি থেকে চৌদ্দটি ব্যান্ড অ্যালবাম প্রকাশিত হয়েছে। এলআরবির ফেরারী মন বাংলাদেশের প্রথম আনপ্লাগড লাইভ অ্যালবাম।
লুটতরাজ, সাগরিকা, লাল বাদশা, আম্মাজান, গুন্ডা নাম্বার ওয়ান, ব্যাচেলর, রং নাম্বার, চাঁদের মত বউ, চোরাবালি, টেলিভিশন, এক কাপ চা সহ বেশ কিছু সিনেমার প্লেব্যাকে কণ্ঠ দিয়েছেন তিনি।
২০১৮ সালের আজকের এই দিনে মাত্র ৫৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা যান আইয়ুব বাচ্চু ।