কালচারাল ইয়ার্ড ডেস্ক :
তাহসান রহমান খান, একজন গীতিকার, সুরকার, গিটারবাদক, কি-বোর্ডবাদক, মডেল, উপস্থাপক, অভিনেতা ও শিক্ষক। আজ বহুমূখী প্রতিভার অধিকারী এই মানুষটির জন্মদিন। শুভ জন্মদিন তাহসান খান ।
কালচারাল ইয়ার্ড পরিবারের পক্ষ থেকে তাঁর জন্য জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।
জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনয়শিল্পী তাহসান খান ১৯৭৯ সালের ১৮ অক্টোবর জন্মগ্রহণ করেন। পৈর্তৃক বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুরে।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেছেন। ইউনিলিভারে চাকরি করেছেন এক বছর। ইস্টার্ন ইউনিভার্সিটিতে প্রভাষক পদে কর্মরত ছিলেন। ইউল্যাব এ শিক্ষকতা করছেন তিনি। ছিলেন যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর রিসার্চ ইন মার্কেটিংয়ের গবেষণা সহকারি।
ছায়ানট থেকে ছয় বছর রবীন্দ্র সঙ্গীত শিখেছেন তিনি। ১৯৯৮ সালে বন্ধুদের সঙ্গে গড়ে তুলেন ‘ব্ল্যাক’ ব্যান্ডদলে। পরে এই জনপ্রিয় ব্যান্ডদল থেকে বের হয়ে তাহসান নিজস্ব অ্যালবাম প্রকাশ করেন। ২০১২ সালে ব্যান্ডদল ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ গঠন করেন।
অসংখ্য জনপ্রিয় গান লিখেছেন, সুর করেছেন, গেয়েছেন তাহসান খান। তাঁর জনপ্রিয় একক অ্যালবামগুলোর মধ্যে আছে কথোপকথন, কৃত্যদাসের নির্বাণ, ইচ্ছে, প্রত্যাবর্তন, অভিমান আমারসহ অসংখ্য। এছাড়াও তার বেশ কিছু মিশ্র অ্যালবাম রয়েছে।
অভিনয়ের শুরুটা মডেলিং দিয়ে। মডেল থেকে হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা। শতাধিক টেলিভিশন নাটকে অভিনয় করেছেন তিনি। তাঁর রোমান্টিক ধাঁচের নাটকের মধ্যে নীল পরী নীলাঞ্জনা, ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম, কথাবন্ধু মিথিলা ব্যাপক জনপ্রিয়।
তাহসান খানের আর খবর
⇒ গায়ক থেকে নায়ক
⇒ ফারুকী-নওয়াজউদ্দিনের সাথে তাহসান
এছাড়া তাঁর জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে আমাদের গল্প, মনফড়িং এর গল্প, মনের মত মন, এলিয়েন ও রুম্পার গল্প, অন্য রকম পরীর গল্প, স্পর্শের বাইরে তুমি, অপেক্ষা, সম্পর্কের গল্প, ওল্ড ইজ গোল্ড, চিনিগুঁড়া প্রেম, অনামিকাসহ অসংখ্য।
তাহসান মোস্তফা কামাল রাজ পরিচালিত সিনেমা ‘যদি একদিন’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন। তিনি দেশের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নতুন সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’-এ অভিনয় করছেন।
পারিবাবিক জীবনে ২০০৬ সালে তিনি বিয়ে করেন মডেল ও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে। এই দম্পতির একমাত্র কন্যা আইরা তাহরিম খান। ২০১৭ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।
আরও পড়ুন : তাহসান ইভ্যালি ছেড়েছিলেন মে মাসেই