নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শাহরুখপুত্র আরিয়ান খান জামিন পেলেন । বৃহস্পতিবার বম্বে হাইকোর্ট মঞ্জুর করেন তার জামিন আবেদন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, আলোর উৎসব দীপাবলির আগেই বাড়ি ফিরবেন বলিউড বাদশা শাহরুখ খান এবং গৌরী খানের বড় সন্তান। জেল থেকে ‘মন্নত’-এ ফেরার অনুমতি দিয়েছে আদালত। মঙ্গলবার এবং বুধবার আরিয়ানের জামিনের শুনানি অসমাপ্ত ছিল। তৃতীয় দিনে বৃস্পতিবার রায় দিলো কোর্ট।
এর আগে গত ২ অক্টোবর মুম্বাইয়ে এক প্রমোদতরী থেকে আরিয়ানকে আটক করেছিলো নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ৩ তারিখ তাকে গ্রেফতার করা হয়। এরপর ২ বার জামিন আবেদন করা হলেও জামিন হয় নি।
আরিয়ান খানকে আটক নিয়ে খোদ ভারতেই উঠেছে নানা বিতর্কের ঝড়। এসময় শাহরুখ খানের পাশে দাঁড়িয়েছিলো সালমান খানসহ পুরো বলিউড।