চলচ্চিত্র ও টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। অপরদিকে ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। আবারও তারা সিনেমায় জুটি বাঁধছেন। সজল-মাহির নতুন ছবি ‘ড্রাইভার’।
এটি নির্মাণ করছেন গুনী চলচ্চিত্র পরিচালক ইফতেখার চৌধুরী। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।
‘ড্রাইভার’ প্রসঙ্গে অভিনেতা সজল বলেন, ‘খুব ভালো একটি কাজ হতে যাচ্ছে। চমৎকার গল্প! আশা করছি, সবাই পছন্দ করবেন। ব্যবসাসফল সিনেমার পরিচালক ইফতেখার চৌধুরীর সঙ্গে কাজ করার জন্য আমি সব সময় প্রস্তুত।’
চিত্রনায়িকা মাহি বলেন, ‘আমার ক্যারিয়ারের সবচেয়ে ব্যবসাসফল ছবির পরিচালক ইফতেখার চৌধুরী। তার সঙ্গে কাজ করার জন্য সব সময় প্রস্তুত।’
জানা গেছে, আগামী ১ল নভেম্বর থেকে ‘ড্রাইভার’ সিনেমার দৃশ্যধারণের কাজ শুরু হবে।
উল্লেখ্য, এর আগে ২০১৬ সালে সজল-মাহি জুটি বদিউল আলম খোকনের ‘হারজিৎ’ সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছিলেন। সে বছর নভেম্বরে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হলেও প্রথম লটের শুটিংয়ের পর এটি আটকে যায়। এরপর কয়েক দফায় কাজটি শেষ হবে বলে শোনা গেলেও ছবিটি আর শেষ হয় নি।