আগামী জানুয়ারিতে বসছে ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । ইতোমধ্যেই একটি অফিশিয়াল পোস্টার প্রকাশ করে উৎসবের তারিখ জানিয়ে আয়োজক রেইনবো চলচ্চিত্র সংসদ। এবারের উৎসবের স্লোগান হলো- নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ।
নয় দিনব্যাপী এই উৎসবটি ১৫ থেকে ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
এবারের উৎসবে এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা, রেট্রোস্পেকটিভ, বাংলাদেশ প্যানোরমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্মস, ওম্যান ফিল্ম মেকার, শর্ট এন্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্মস্ সেকশন এবং স্পিরিচুয়াল ফিল্মস্; এই ৮টি বিভাগে ছবিগুলো প্রতিযোগিতা করবে।
উৎসবের ছবিগুলো প্রদর্শন হবে- রাজধানীর অঁলিয়স ফ্রসেস, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ও নৃত্যশালা মিলনায়তন, কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তন, জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, মধুমিতা সিনেমা হল ও বসুন্ধরা সিটি ও সীমান্ত স্কয়ারের স্টার সিনেপ্লেক্সে।
উৎসবে কোন কোন দেশের কতোগুলো সিনেমা এবার স্থান পাচ্ছে, কারা থাকছেন বিচারক থাকবে; এ সব কিছু ধীরে ধীরে জানানো হবে বলে জানিয়েছেন আয়োজকরা।