বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ রীতা ওরফে পূর্ণিমা এখন উপস্থাপনা নিয়েই ব্যস্ত থাকতে চান। গতানুগতিক চলচ্চিত্র, টেলিফিল্ম কিংবা নাটকের কাজ হাতে নিতে চাইছেন না। দেখেশুনে সিনেমা বা ওয়েব ফিল্মে ভালো গল্প ও চরিত্রে অভিনয় করতে চান এই অভিনেত্রী।
এ প্রসঙ্গে চিত্রনায়িকা পূর্ণিমা বলেন, ‘উপস্থাপনায় আসলে খুব কম সময় প্রয়োজন হয়। একটা সিনেমা নির্মাণ করতে দীর্ঘ প্রক্রিয়া অবলম্বন করতে হয়। এ সময় দেয়া আপাতত সম্ভব নয়। তাই আপাতত উপস্থাপনায় বেশি সময় দিচ্ছি।’
সিনেমা ও ওয়েব ফিল্মে অভিনয় করা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ক্যারিয়ারের যে পর্যায়ে আছি, তাতে গতানুগতিক কাজ করে লাভ নেই।’ ভালো গল্প ও চরিত্রে পেলে তিনি কাজ করবেন বলে জানান এই অভিনেত্রী।
চিত্রনায়ক ফেরদৌসের সাথে মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠান উপস্থাপনা করে ব্যাপক আলোড়ন তৈরি করেছিলেন পূর্ণিমা। এরপর আরটিভিতে করেন সেলিব্রেটি শো ‘এবং পূর্ণিমা’। এরপর বেশশ কিছু টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি। পেয়েছেন জনপ্রিয়তাও।
সম্প্রতি দেশ টিভিতে শুরু করেছেন সেলিব্রেটি শো ‘পূর্ণিমার আলো’। এছাড়াও প্রথম আলোর অনলাইনের জন্য ‘বড় মঞ্চের তারকা’ নামে আরও একটি অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেছেন।