বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট – বিসিটিআইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী আজ । তথ্য মন্ত্রণালয়ের অধিকৃত চলচ্চিত্র ও টেলিভিশন প্রশিক্ষণের একমাত্র সরকারি প্রতিষ্ঠান হিসেবে ২০১৩ সালের ১ নভেম্বর প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।
জাতীয় সংসদের ২০১৩ সালের ২৩ নং আইন হিসাবে ‘বাংলাদেশ চলচ্চিত্র টেলিভিশন ইনস্টিটিউট’ আইন পাশ হয়। ওই বছর ২০ জুন গেজেটে প্রকাশিত হয় এবং তথ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী আইনটি ১ নভেম্বর থেকে কার্যকর হয়।
চলচ্চিত্র ও টেলিভিশন সম্প্রচার বিষয়ে কারিগরি প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ আয়োজন, সম্মাননা প্রদান, ডিপ্লোমা, স্নাতক ডিগ্রি প্রদান এবং এ সংক্রান্ত গবেষণা করার জন্য বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর অন্যতম।
৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, স্মরণিকা প্রকাশসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিসিটিআই।