মুক্তিযুদ্ধের ব্যতিক্রমধর্মী চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। সিনেমার নাম ‘ক্ষমা নেই’। গতানুগতিক ধারার বাহিরে নির্মিত হচ্ছে এই ছবি- এমনটাই জানালেন পরিচালক জেড এইচ মিন্টু।
এ প্রসঙ্গে তিনি জানান, ‘ক্ষমা নেই’ সিনেমায় বেশ কিছু বিষয় একেবারেই থাকবে না, যেগুলো সাধারণত অধিকাংশ ছবিতেই থাকে। প্রথমত, এই চলচ্চিত্রে সে অর্থে কোনো নায়ক-নায়িকা নেই। দ্বিতীয়ত, নেই তথাকথিত কোনো প্রেম-ভালোবাসার গল্প। সিনেমার কেন্দ্রীয় চরিত্র ‘বঙ্গবন্ধু’। এতে সবাই শিল্পী হিসেবে কাজ করছেন।
বিশিষ্ট চিত্রগ্রাহক জেডএইচ মিন্টু এই চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন। পরিচালনার পাশাপাশি এই সিনেমার প্রযোজকও তিনি নিজে।
সিনেমাটির গল্প প্রসঙ্গে পরিচালক জানান, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট-পরবর্তী বদলে যাওয়া রাজনীতির গল্প নিয়ে নির্মিত হবে ‘ক্ষমা নেই’।
ফেরদৌস ছাড়াও এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন অর্চিতা স্পর্শিয়া, দিলারা জামান, ফালগুনি হামিদ, ঝুনা চৌধুরী, মিনুসহ আরও অনেকে। পাশাপাশি বেশ কয়েকজন মঞ্চাভিনেতাকে দেখা যাবে সিনেমাটিতে।
সিনেমাটি প্রসঙ্গে চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘সিনেমাটির গল্পটি আমাকে স্পর্শ করেছে। যে কারো ভালো লাগবে।’
ফেরদৌস আহমেদ বর্তমানে হৃদি হকের ‘১৯৭১ সেইসব দিন’, আফজাল হোসেনে ‘মানিকের লাল কাঁকড়া’ এবং নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘গাঙচিল’ সিনেমায় কাজ করছেন। এছাড়া তিনি ‘রাসেলের জন্য অপেক্ষা’ নামে একটি চলচ্চিত্রে কাজ শুরু করতে যাচ্ছেন বলেও শোনা যাচ্ছে।